Site icon Chartered Journal

বন্ড লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি

Term of Bond License

বাংলাদেশের রপ্তানিমুখী অর্থনীতিতে বন্ডেড ওয়্যারহাউস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমদানিকৃত পণ্য শুল্কমুক্তভাবে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানির সুযোগ প্রদান করে এসব প্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

সম্প্রতি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বন্ড লাইসেন্সের মেয়াদ দুই বছর থেকে বৃদ্ধি করে তিন বছর করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য স্বস্তির নিঃশ্বাস এবং দেশের রপ্তানি ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড এস. আর. ও. নং-১৩-আইন/২০২৪/০১/কাস্টমস এর মাধ্যমে বন্ড লাইসেন্স এর মেয়াদবৃদ্ধি, মেয়াদবৃদ্ধির শর্ত এবং লাইসেন্স নবায়ন ফি সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করে।

বন্ড লাইসেন্সের মেয়াদ বৃদ্ধির সুবিধা

বন্ড লাইসেন্সের মেয়াদ বৃদ্ধির শর্ত

বন্ড লাইসেন্স এর মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করতে হলে নিম্ন বর্ণিত শর্তগুলো পূরণ করতে হবে:

১. বন্ড নিয়ন্ত্রণকারী কমিশনারেট কর্তৃক বিগত ৩ (তিন) বৎসরের মধ্যে ন্যূনতম ২ (দুই) বৎসরের নিরীক্ষা করতে হবে।

২. বিগত ৩ (তিন) বৎসরের মধ্যে ন্যূনতম ১ (এক) বৎসরের আমদানিরপ্তানি কার্যক্রম থাকতে হবে।

বন্ড লাইসেন্স নবায়ন ফি

বন্ড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হবার ৩০ (ত্রিশ) দিন পূর্বে লাইসেন্স নবায়ন করতে হবে।

নবায়নের ফি:

এস. আর. ও. নং-১৩-আইন/২০২৪/০১/কাস্টমস ডাউনলোড

বন্ড লাইসেন্সের মেয়াদ লাইসেন্স প্রদানের তারিখ হইতে ৩ (তিন) বৎসর উত্তীর্ণ সংক্রান্ত প্রজ্ঞাপন এস. আর. ও. নং-১৩-আইন/২০২৪/০১/কাস্টমস ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

শেষকথা

বন্ড লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক হলেও কিছু ঝুঁকিও রয়েছে। ঝুঁকিগুলো নিয়ন্ত্রণ করে মেয়াদ বৃদ্ধি করলে রপ্তানি ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়বে।

Exit mobile version