এস,আর,ও নং ২৪৫-আইন/২০২০ এর মাধ্যমে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন) এর ধারা ১৪০ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার উক্ত আইনের ধারা ১৩৯ এর অধীন “চামড়াজাত পণ্য ও জুতা কারখানা” শিল্প সেক্টরের, অতঃপর উক্ত সেক্টর বলিয়া উল্লিখিত, শ্রমিক ও কর্মচারীগণের জন্য ‘নিম্নতম মজুরি বোর্ড’ কর্তৃক সুপারিশকৃত নিম্নের তপশিল ‘ক’ ও তপশিল ‘খ’ তে বর্ণিত নিম্নতম মজুরি হারকে, নিম্নবর্ণিত শর্তাবলি সাপেক্ষে, যথাক্রমে, উক্ত সেক্টরের শ্রমিক ও কর্মচারীগণের জন্য নিম্নতম মজুরি হার হিসেবে এতদ্দ্বারা ঘোষণা করিল
এস,আর,ও টি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন