আয়কর আইনের ধারা ২(৮৭) তে সিকিউরিটিজ এর সংজ্ঞা দেওয়া হয়েছে। সঞ্চয়পত্র, ঋণপত্র, ইস্যুয়ার কর্তৃক ইস্যুকৃত শেয়ার বা স্টক সিকিউরিটিজ এর অংশ। আয়কর আইন অনুসারে সিকিউরিটিজ বলতে যাহা বোঝায়-
ক) সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল, বন্ড, সঞ্চয়পত্র, ঋণপত্র (Debenture), সুকুক বা শরীয়াহ ভিত্তিক ইস্যুকৃত সিকিউরিটি বা অনুরূপ দলিল;
খ) কোনো কোম্পানি ৰা আইনগত সত্তা বা ইস্যুয়ার কর্তৃক ইস্যুকৃত শেয়ার বা স্টক, বন্ধক বা চার্জ বা হাইপোথিকেশনের মাধ্যমে ইস্যুকৃত দলিল, বন্ড, ডিবেঞ্চার, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড বা অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফাল্ডসহ যেকোনো যৌথ বিনিয়োগ স্কিমের ইউনিট, সুকুক বা শরীয়াহ ভিন্তিক ইস্যুকৃত অনুরুপ দলিল, এবং পূর্বোল্লিখিত দলিল গ্রহণার্থেক্রয়ের অধিকার বা ক্ষমতাপত্র (warrant):
তবে শর্ত থাকে যে, কোনো যুদ্রা বা নোট, ড্রাফট, চেক, বিনিময়পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, ব্যবসায়িক দেনাদারদের নিকট প্রাপ্য অর্থ (trade receivables) বা ব্যবসায়িক পাওনাদারদেরকে প্রদেয় অর্থ (trade payables) ইহার অন্তর্ভুক্ত হবে না।