Site icon Chartered Journal

আর্থিক প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি প্রদানের বিধান

৬৫ (পঁয়ষট্টি) বছর অতিক্রান্ত কোন ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক পদে নিয়োজিত বা বহাল থাকতে পারবেন না মর্মে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়। এতদ্ব্যতীত, নিয়মিত কর্মকর্তা/কর্মচারীগণের অবসর গ্রহণের বয়স নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়মিত কর্মকর্তা/কর্মচারীগণের জন্য প্রযোজ্য অবসর গ্রহণের বয়সসীমার বিধি-বিধানের সাথে সামঞ্জস্য রেখে প্রত্যেক আর্থিক প্রতিষ্ঠান তাদের কর্মকর্তা/কর্মচারীগণের অবসর গ্রহণের বয়স সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়।

আর্থিক প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচুইটি প্রদানের বিধান

আর্থিক প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতকরণার্থে চুক্তিভিত্তিক কর্মকর্তা/কর্মচারী নিযুক্তির ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি বাবদ প্রাপ্যতা নির্ধারণে নিম্নোক্ত নীতিমালা অনুসরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো:

Exit mobile version