Site icon Chartered Journal

বিদেশ থেকে মোবাইল আনার নিয়ম

Rules for bringing mobiles from abroad

ব্যক্তিগত ব্যবহারের জন্য বিদেশ থেকে মোবাইল ফোন আনার প্রক্রিয়া সহজ করা হয়েছে। প্রবাসীরা বিদেশ থেকে আসার সময় বিনাশুল্কে মোবাইল আনতে পারবেন কিন্তু কতগুলো মোবাইল বিদেশ থেকে আনা যায় তার ভিতর কতগুলো মোবাইল বিনাশুল্কে আনা যাবে, কি পরিমাণ কর দিতে হবে, যাত্রী অপর্যটক ব্যাগেজ বিধিমালা ২০২৩ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নীতিমালায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

বিদেশ থেকে বিনাশুল্কে কয়টি মোবাইল আনা যাবে?

বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী ব্যক্তিগত ব্যবহারের জন্য বিনাশুল্কে একজন ব্যক্তি সর্বোচ্চ ২ (দুই) টি মোবাইল আনতে পারবেন। তবে শুল্ক দিয়ে সর্বমোট ৮ (আট) টি মোবাইল বিদেশ থেকে একজন আনতে পারবেন। বিদেশ থেকে ২ টির বেশি মোবাইল আনলে ব্যগেজ ঘোষণা ফরমে উল্লেখ করতে হবে।

আর ৮ (আট) টি এর অধিক মোবাইল আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত মোবাইল ফোন Adjudication প্রক্রিয়ায় BTRC দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

বিদেশ থেকে আনা মোবাইল নিবন্ধন

বিদেশ থেকে যে মোবাইল ফোনগুলো আনবেন সেগুলো অবশ্যই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ওয়েবসাইট https://neir.btrc.gov.bd/ এ যেয়ে মোবাইল নিবন্ধন করে নিবেন। বিদেশ থেকে আনা মোবাইল নিবন্ধন করতে হলে https://neir.btrc.gov.bd/ ওয়েবসাইটের ডানপাশে ব্যবহারকারী নিবন্ধন অপশনে যেয়ে ব্যবহারকারীর নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র দিয়ে প্রথমে একটি একাউন্ট খুলুন। তারপর একাউন্টে লগনইন করে ওয়েবসাইটের Special Registration সেকশনে গিয়ে আপনার মোবাইল হ্যান্ডসেটির IMEI নম্বরটি দিন। প্রয়োজনীয় ডকুমেন্টসের ছবি/স্ক্যান কপি (যেমন পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশনের তথ্য, ক্রয় রসিদ ইত্যাদি) আপলোড করে Submit করতে হবে।

হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। বৈধ না হলে এসএমএস-এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে পরীক্ষাকালীন সময়ের জন্য নেটওয়ার্কে যুক্ত রাখা হবে।

Exit mobile version