ঢাকা মেট্রোরেল ব্যবহারের জন্য র্যাপিড পাস একটি অত্যাবশ্যকীয় স্মার্ট কার্ড। এই কার্ড ব্যবহার করে মেট্রোরেলের টিকিট কেনা যায়। র্যাপিড পাস কার্ডের ব্যালেন্স চেক করা খুবই সহজ। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই র্যাপিড পাসের ব্যালেন্স চেক করতে পারবেন।
১. আপনার কার্ডের ব্যালেন্স জানতে কার্ডটি ভেন্ডিং মেশিন এর নির্ধারিত স্থানে রাখুন। এবার ডিসপ্লে মনিটরের “Card Information” বাটনে টাচ করুন।
২. এখান থেকে “Card Balance” অপশনটি বাছাই করুন। ভেন্ডিং মেশিনের ডিসপ্লে মনিটরে আপনার কার্ডের ব্যালেন্স দেখে নিন।