দেশের সকল নাগরিকের পেনশন ব্যবস্থায় আনতে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা ২০২৩ পাশ হয়েছে। ১৮ বছরের উর্দ্ধে যে কেউ এই পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। এমনকি প্রবাসে থাকা বাংলাদেশী নাগরিকরাও এই পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। প্রবাস, প্রগতি, সুরক্ষা এবং সমতা—এ চার ধরনের স্কিম আপাতত চালু করছে।
এই লেখায় স্কিমসমূহের পূর্ণ বিবরণ, স্কিমে অংশগ্রহণের যোগ্যতা ও পেনশনের সুবিধাসমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়া আপনার এইলেখার শেষ অংশে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা ২০২৩ pdf ফাইল ডাউনলোড লিংক পেয়ে যাবেন। সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা ২০২৩ ডাউনলোড করে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
স্কিমসমূহ – Schemes
প্রবাস স্কিম (প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের জন্য): বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোনো বাংলাদেশি নাগরিক তফসিলে বর্ণিত চাাঁদার সমপরিমাণ অর্থ বৈদেশিক সুদ প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করিতে পারিবেন; এবং তিনি দেশে প্রত্যাবর্তনের পর সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করিতে পারিবেন এবং, প্রয়োজনে, স্কিম পরিবর্তন করিতে পারিবেন, তবে, পেনশন স্কিমের মেয়াদ পূর্তিতে পেনশনার দেশীয় মুদ্রায় পেনশন প্রাপ্য হইবেন।
প্রগতি স্কিম (বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণের জন্য): বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী বা উক্ত প্রতিষ্ঠানের মালিক তফসিলে বর্ণিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করিতে পারিবেন; এবং বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ হইতে উহার কর্মচারীগণের জন্য এই স্কিমে অংশগ্রহণের ক্ষেত্রে স্কিমের চাঁদার ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ) কর্মচারী এবং অবশিষ্ট ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ) প্রতিষ্ঠান প্রদান করিবে; এবং কোনো বেসরকারি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে এই স্কিমে অংশগ্রহণ না করিলে, উক্ত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী নিজ উদ্যোগে এককভাবে এই স্কিম অংশগ্রহণ করিতে পারিবেন।
সুরক্ষা স্কিম ( স্বকর্মে নিয়োজিত নাগরিকগণের জন্য): অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তিগণ যেমন- কৃষক, রিক্সাচালক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি, ইত্যাদি তফসিলে বর্ণিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করিতে পারিবেন।
সমতা স্কিম (স্বকর্মে নিয়োজিত স্বল্প আয়ের নাগরিকগণের জন্য অংশ প্রদায়ক পেনশন): বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক, সময় সময়, প্রকাশিত আয় সীমার ভিত্তিতে দারিপ্য সীমার নিয়ে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিগণ [যাহাদের বর্তমান আয় সীমা বাৎসরিক অনুর্ধ্ব ৬০(ষাট) হাজার টাকা] তফসিলে বর্ণিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করিতে পারিবেন; এবং সমতা স্কিমে কর্তৃপক্ষ বিধি ৯ অনুসারে সমপরিমাণ অর্থ জমা করিবে।
স্কিমে অংশগ্রহণের যোগ্যতা ও নিবন্ধন – Eligibility and Registration in the Scheme
১৮ (আঠারো) বৎসর বা তদূর্ধ্ব বয়স হইতে ৫০ (পঞ্চাশ) বৎসর বয়সী জাতীয় পরিচয়পত্রধারী সকল বাংলাদেশি নাগরিক তাহাদের জন্য প্রযোজ্য কোনো স্কিমে অংশগ্রহণের জন্য নিবন্ধন করিতে পারিবেন। তবে শর্ত থাকে যে, বিশেষ বিবেচনায় ৫০ (পঞ্চাশ) বৎসর উর্ধ্ব বয়সের নাগরিকগণও স্কিমে অংশগ্রহণ করিতে পারিবেন এবং সেইক্ষেত্রে স্কিমে অংশগ্রহণের তারিখ হইতে নিরবচ্ছিন ১০ (দশ) বৎসর চাঁদা প্রদান শেষে তিনি যে বয়সে উপনীত হইবেন সেই বয়স হইতে আজীবন পেনশন প্রাপ্য হইবেন।
প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ যাহাদের জাতীয় পরিচয়পত্র নাই, তাহারা তাহাদের জন্য প্রযোজ্য স্কিমে পাসপোর্টের ভিত্তিতে নিবন্ধন করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করিয়া তাহার অনুলিপি কর্তৃপক্ষের নিকট জমা প্রদান করিতে হইবে। আরও শর্ত থাকে যে, নিয়মিতভাবে পাসপোর্ট নবায়ন বা পুনঃইস্যুর ক্ষেত্রে নবায়নকৃত বা পুনঃইস্যুকৃত পাসপোর্টের অনুলিপি কর্তৃপক্ষের নিকট জনা প্রদান করিতে হইবে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিগণ তাহাদের জন্য প্রযোজ্য স্কিমে অংশগ্রহণ করিতে পারিবেন। তবে শর্ত থাকে যে, স্কিমে অংশগ্রহণ করিবার পূর্বে সংশিষ্ট সামাজিক নিরাপতা কর্মসূচির সুবিধা সমর্পণ করিতে হইবে।
কোনো স্কিমে নিবন্ধনের জন্য দেশে এবং প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকগণকে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফরম অনলাইনে পূরণ করিয়া আবেদন করিতে হইবে যাহার বিপরীতে আবেদনকারীর অনুকূলে একটি ইউনিক আইডি নম্বর প্রদান করা হইবে।
আবেদনে উল্লিখিত আবেদনকারীর মোবাইল নম্বরে এবং অনিবাসী আবেদনকারীর ক্ষেত্রে স্বয়ংক্রিয় ই-মেইলের মাধ্যমে ইউনিক আইডি নম্বর, চাঁদার হার এবং মাসিক চাঁদা প্রদানের তারিখ অবহিত করা হইবে।
কত টাকা মাসিক চাঁদায় কত টাকা পেনশন সুবিধা পাওয়া যাবে? – How much money can you get pension benefits in monthly contribution?
প্রবাস স্কিম
মাসিক চাঁদার হার | ৫,০০০ টাকা | ৭,০০০ টাকা | ১০,০০০ টাকা |
---|---|---|---|
চাঁদা প্রদানের মোট সময় (বৎসর) | মাসিক পেনশন (টাকা) | মাসিক পেনশন (টাকা) | মাসিক পেনশন (টাকা) |
৪২ | ১,৭২,৩২৭ | ২,৫৮,৪৯১ | ৩,৪৪,৬৫৫ |
৪০ | ১,৪৬,০০১ | ২,১৯,০০১ | ২,৯২,০০২ |
৩৫ | ৯৫,৯৩৫ | ১,৪৩,৯০২ | ১,৯১,৮৭০ |
৩০ | ৬২,৩৩০ | ৯৩,৪৯৫ | ১,২৪,৬৬০ |
২৫ | ৩৯,৭৭৪ | ৫৯,৬৬১ | ৭৯,৫৪৮ |
২০ | ২৪,৬৩৪ | ৩৬,৯৫১ | ৪৯,২৬৮ |
১৫ | ১৪,৪৭২ | ২১,৭০৮ | ২৮,৯৪৪ |
১০ | ৭,৬৫১ | ১১,৪৭৭ | ১৫,৩০২ |
প্রগতি স্কিম
মাসিক চাঁদার হার | ২,০০০ টাকা | ৩,০০০ টাকা | ৫,০০০ টাকা |
---|---|---|---|
চাঁদা প্রদানের মোট সময় (বৎসর) | মাসিক পেনশন (টাকা) | মাসিক পেনশন (টাকা) | মাসিক পেনশন (টাকা) |
৪২ | ৬৮,৯৩১ | ১,০৩,৩৯৬ | ১,৭২,৩২৭ |
৪০ | ৫৮,৪০০ | ৮৭,৬০১ | ১,৪৬,০০১ |
৩৫ | ৩৮,৩৭৪ | ৫৭,৫৬১ | ৯৫,৯৩৫ |
৩০ | ২৪,৯৩২ | ৩৭,৩৯৮ | ৬২,৩৩০ |
২৫ | ১৫,৯১০ | ২৩,৮৬৪ | ৩৯,৭৭৪ |
২০ | ৯,৮৫৪ | ১৪,৭৮০ | ২৪,৬৩৪ |
১৫ | ৫,৭৮৯ | ৮,৬৮৩ | ১৪,৪৭২ |
১০ | ৩,০৬০ | ৪,৫৯১ | ৭,৬৫১ |
সুরক্ষা স্কিম
মাসিক চাঁদার হার | ১,০০০ টাকা | ২,০০০ টাকা | ৩,০০০ টাকা | ৫,০০০ টাকা |
---|---|---|---|---|
চাঁদা প্রদানের মোট সময় (বৎসর) | মাসিক পেনশন (টাকা) | মাসিক পেনশন (টাকা) | মাসিক পেনশন (টাকা) | মাসিক পেনশন (টাকা) |
৪২ | ৩৪,৪৬৫ | ৬৮,৯৩১ | ১,০৩,৩৯৬ | ১,৭২,৩২৭ |
৪০ | ২৯,২০০ | ৫৮,৪০০ | ৮৭,৬০১ | ১,৪৬,০০১ |
৩৫ | ১৯,১৮৭ | ৩৮,৩৭৪ | ৫৭,৫৬১ | ৯৫,৯৩৫ |
৩০ | ১২,৪৬৬ | ২৪,৯৩২ | ৩৭,৩৯৮ | ৬২,৩৩০ |
২৫ | ৭,৯৫৫ | ১৫,৯১০ | ২৩,৮৬৪ | ৩৯,৭৭৪ |
২০ | ৪,৯২৭ | ৯,৮৫৪ | ১৪,৭৮০ | ২৪,৬৩৪ |
১৫ | ২,৮৯৪ | ৫,৭৮৯ | ৮,৬৮৩ | ১৪,৪৭২ |
১০ | ১,৫৩০ | ৩,০৬০ | ৪,৫৯১ | ৭,৬৫১ |
সমতা স্কিম
মাসিক চাঁদার হার | ১,০০০ টাকা (চাঁদাদাতা ৫০০ টাকা + সরকারি অংশ ৫০০ টাকা) |
---|---|
চাঁদা প্রদানের মোট সময় (বৎসর) | মাসিক পেনশন (টাকা) |
৪২ | ৩৪,৪৬৫ |
৪০ | ২৯,২০০ |
৩৫ | ১৯,১৮৭ |
৩০ | ১২,৪৬৬ |
২৫ | ৭,৯৫৫ |
২০ | ৪,৯২৭ |
১৫ | ২,৮৯৪ |
১০ | ১,৫৩০ |
সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা ২০২৩
সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা ২০২৩ (Universal Pension Scheme Rules 2023) pdf ফাইল ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।