Site icon Chartered Journal

Pension Calculator অনলাইনে পেনশন হিসাব করুন সহজে

Pension Calculator. Calculate Pension Online

বাংলাদেশ সরকারের Pension and Fund Management ওয়েবসাইট cafopfm.gov.bd এর নিচের দিকে Pension Calculator সিস্টেম ব্যবহার করে সহজেই অনলাইনে পেনশনের পরিমাণ হিসাব করা যায়। কিভাবে পেনশন হিসাব করতে হয়, সেই সম্পর্কে আপনার যদি কোন ধারণা নাও থাকে, তাহলেও আপনি এই Pension Calculator সফটওয়ার ব্যবহার করে খুব দ্রুত পেনশনের হিসাব করতে পারবেন।

পেনশন হিসাব করতে যেসব তথ্য জানা থাকা প্রয়োজন

আপনি যখন Pension Calculator ব্যবহার করবেন, তখন সিস্টেম আপনার নিকট যেসকল তথ্য জানতে চাইবে, সেগুলো হলো:

যেভাবে Pension Calculator দিয়ে অনলাইনে পেনশন হিসাব করবেন

অনলাইনে পেনশন হিসাব করার জন্য cafopfm.gov.bd ওয়েবসাইটে যেয়ে সাইটের নিচের দিকে Pension Calculator এ ক্লিক করুন অথবা সরাসরি এখানে ক্লিক করুন

এবারে আপনাকে উপরোক্ত তথ্যগুলো নির্ধারিত ফরমে পূরণ করতে হবে। সকল তথ্য পূরণ হয়ে গেলে নিচে নীল রঙের Calculate বাটনে ক্লিক করুন।

এবার আপনি আপনার পেনশনের হিসাব দেখে নিতে পারবেন।

যেভাবে নিজে নিজে পেনশনের হিসাব করবেন (How to Calculate Pension Manually)

পেনশন হিসাব করার সুত্র হচ্ছে, সর্বশেষ মূল বেতনের ৯০% কে ২ দিয়ে ভাগ করে ২৩০ দিয়ে গুন করতে হবে।

ধরাযাক, সর্বশেষ মূল বেতন ছিলো ২২০০০ টাকা। তাহলে পেনশন কত?

২২,০০০X৯০%=১৯,৮০০÷২=৯,৯০০X২৩০=২২,৭৭,০০০ টাকা।

Exit mobile version