Site icon Chartered Journal

কার্যকর হতে যাচ্ছে নতুন আয়কর আইন ২০২৩

New Income Tax Act 2023

জাতীয় রাজস্ব বোর্ড নতুন অর্থ বছর থেকেই নতুন আয়কর আইন “আয়কর আইন ২০২৩” বাস্তবায়ন করতে যাচ্ছে। সেই উপলক্ষে আয়কর বিল ২০২৩ গত ৮ই জুন ২০২৩ তারিখে মহান জাতীয় সংসদে উত্থাপন করা হয়। বর্তমানে বাংলাদেশে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ দ্বারা আয়কর সংক্রান্ত বিধি বিধান পালন করা হয়ে থাকে। যে আইনটি প্রণয়ন করা হয়েছিল ইংরেজীতে। কিন্তু নতুন আয়কর আইনটি বাংলায় প্রণয়ন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেছেন, “এই দাবি বহুদিন যাবত যে আমাদের নতুন আয়কর আইন লাগবে,”। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল – আইএমএফেরও নির্দেশনা ছিল নতুন আয়কর আইন প্রণয়নের। নতুন আয়কর আইন IFRS-এর সাথে মিল রেখে করা হয়েছে এবং ব্যবসা করার সহজতা সহ অসংখ্য ইতিবাচক পরিবর্তন রয়েছে।

আশা করা যাচ্ছে নতুন আয়কর আইন সকল জন্য পরিপালন করা সহজ হবে। একনজরে দেখে নেওয়া যাক নতুন আয়কর আইন ২০২৩ এ যেসকল পরিবর্তন গুলো হতে যাচ্ছে।

নতুন আয়কর আইনে পরিবর্তন সমূহ:

নতুন আয়কর আইন ২০২৩ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

Exit mobile version