Site icon Chartered Journal

শ্রমিকদের জন্য চিকিৎসা সংক্রান্ত বিধিমালা

শ্রমিকদের চিকিৎসা বিধি

শ্রমিকদের চিকিৎসা বিধি

প্রাথমিক চিকিৎসার সরঞ্জমাদি

বাংলাদেশ শ্রম আইন ধারা ৮৯(১) এর বিধান অনুসারে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ, শাখা ও তলায় কমপক্ষে একটি করিয়া প্রাথমিক চিকিৎসার বাক্স বা আলমারি থাকিতে হইবে এবং উহা সুস্পষ্টভাবে রেড ক্রিসেন্ট বা ক্রস চিহ্নযুক্ত হইতে হইবে।

কারখানার ব্যক্তির সংখ্যার ভিত্তিতে প্রাথমিক চিকিৎসার বাক্স কি কি সামগ্রী কয়টি করে থাকবে তার বিবরণ নিচে উল্লেখ করা হলো:

সরঞ্জামাদি বিবরণ
নিযুক্ত ব্যক্তির সংখ্যা: ১০ এর কম (যান্ত্রিক শক্তি ব্যবহৃত প্রতিষ্ঠান)
নিযুক্ত ব্যক্তির সংখ্যা: ৫০ এর এর কম (যান্ত্রিক শক্তি ব্যবহৃত হয় না এমন প্রতিষ্ঠান ) নিযুক্ত ব্যক্তির সংখ্যা: ১০- ৫০ (যান্ত্রিক শক্তি ব্যবহৃত প্রতিষ্ঠান ) নিযুক্ত ব্যক্তির সংখ্যা ৫০ এর বেশি
ছোট জীবাণুমুক্ত ব্যান্ডেজ৬টি ৬টি ১২টি২৪টি
(প্রতিটি ০.৫ আউন্স) প্যাকেট জীবানুমুক্ত তুলা৩টি ৩টি ৬টি১২টি
মাঝারি আকৃতির জীবাণুমুক্ত ব্যান্ডেজ ৩টি ৩টি ৬টি ১২টি
বড় আকৃতির জীবাণুমুক্ত ব্যান্ডেজ ৩টি ৩টি ৬টি ১২টি
পুড়ে যাইবার ক্ষেত্রে ব্যবহার্য বড় আকৃতির জীবাণুমুক্ত ব্যান্ডেজ ৩টি ৩টি ৬টি ১২টি
হিবিসল বা হেক্সাসল ভর্তি (১ আউন্স) বোতল ১টি ১টি ১টি ১টি
রেকটিফাইড স্পিরিট ভর্তি (১ আউন্স) বোতল ১টি ১টি ১টি ১টি
কাঁচিএক জোড়া এক জোড়া এক জোড়া এক জোড়া
প্রাথমিক চিকিৎসার প্রচারপত্র ১টি ১টি ১টি ১টি
খাবার স্যালাইন প্যাকেট ৩টি ৩টি ৬টি ১২টি
বেদনানাশক ও এন্টাসিড জাতীয় বড়ি পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ
পোড়ায় ব্যবহারের মলম পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ
চোখের
মলম
পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ
শল্য চিকিৎসার উপযুক্ত এন্টিসেপটিক দ্রবণ পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ
টুরনিকেট (রক্তপাত বন্ধ করিবার উপকরণ)পর্যাপ্ত পরিমাণপর্যাপ্ত পরিমাণ
আঁঠালো প্লাস্টার১ রোল
(৪” চওড়া) রোলার ব্যান্ডেজ১২টি
(২” চওড়া) রোলার ব্যান্ডেজ১২টি
ত্রিকোণাকৃতি ব্যান্ডেজ৬টি
সেইফটি পিন২ প্যাকেট
হাড়ভাঙ্গার ক্ষেত্রে ব্যবহার্য বাঁশের/কাঠের চটি ১২ টি

স্বাস্থ্য কেন্দ্র (Health Centre)

বাংলাদেশ শ্রম আইন ধারা ৮৯(৬) এর বিধান মোতাবেক একই মালিকের অধীন যে সকল প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানসমূহ একই ভবনে বা একই স্থানে অবস্থিত সেইখানে পাঁচ হাজার বা ততোধিক শ্রমিক – কর্মচারী কর্মরত থাকিলে- প্রতিষ্ঠানের মালিক একটি স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করিবেন এবং শ্রধ বিধি ২০১৫ বিধি ৭৮ মোতাবেক অনুরূপ প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে শ্রমিকদের কাজ চলাকালীন চিকিৎসা করিবার জন্য নিম্নবর্ণিত মেডিক্যাল স্টাফ থাকিতে হইবে,

শ্রমিক সংখ্যা রেজিস্ট্রার্ড চিকিৎসক সংখ্যা
৫০০০ হইতে ৭৫০০ শ্রমিকের জন্য ন্যূনতম দুইজন রেজিস্ট্রার্ড চিকিৎসক
৭৫০১ বা তদূর্পের জন্য ন্যূনতম তিন জন রেজিস্ট্রার্ড চিকিৎসক

প্রতি চিকিৎসকের জন্য ন্যূনতম একজন মেডিকেল এসিস্টেন্ট বা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স এবং ন্যূনতম একজন যোগ্যতাসম্পন্ন ড্রেসার : তবে শর্ত থাকে যে , একাধিক চিকিৎসক নিয়োগের বিধান থাকিলে অন্ততপক্ষে একজন মহিলা চিকিৎসক নিয়োগের চেষ্টা করিতে হইবে।

বাংলাদেশ শ্রম বিধি ৭৭(খ) মোতাবেক পৃথক চিকিৎসা কক্ষের প্রয়োজন হইবে না , তবে প্রত্যেক স্বাস্থ্য কেন্দ্রে কমপক্ষে ৬টি শয্যা রাখিতে হইবে। এছাড়াও স্বাস্থ্য কেন্দ্র সংক্রান্ত যেসকল বিধি বিধান পালন করতে হবে:

তবে শর্ত থাকে যে, মালিক যদি মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শকের অনুমতিক্রমে অনুমোদিত অন্য কোন নিকটবর্তী হাসপাতালে শ্রমিকদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করিতে পারেন, তাহা হইলে উক্ত স্বাস্থ্য কেন্দ্রে ক্লিনিক্যাল ল্যাবরেটরী, এক্স-রে ও ফিজিক্যাল থেরাপী বিভাগ না থাকিলেও চলিবে।

Exit mobile version