Site icon Chartered Journal

আয়কর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা ২০২৩

Income Tax Return Preparation Rules 2023

এস আর ও নং ২০৭-আইন/আয়কর-০২/২০২৩ এর মাধ্যমে আয়কর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা ২০২৩ (Income Tax Return Preparation Rules 2023) প্রকাশ করা হয়েছে। এই বিধিমালায় আয়কর রিটার্ন প্রস্তুতকারী সনদ প্রাপ্তির যোগ্যতা, সহায়তাকারী প্রতিষ্ঠান নির্বাচন ও সহায়তাকারী প্রতিষ্ঠানের নির্বাচনের কার্যাবলী, আয়কর রিটার্ন প্রস্তুতকারীদের প্রণোদনা, সহায়তাকারী প্রতিষ্ঠানের সার্ভিস চার্জ, আয়কর রিটার্ন প্রস্তুতকারীর সনদ বাতিল, সহায়তাকারী প্রতিষ্ঠানের সহিত চুক্তি বাতিল সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে।

আয়কর রিটার্ন প্রস্তুতকারী সনদ (TRP) প্রাপ্তির যোগ্যতা

আায়কর রিটার্ন প্রস্তুতকারী সনদপ্রাপ্তির জন্য নিম্নবর্ণিত যোগ্যতা থাকতে হবে-

(ক) সরকারি চাকরিতে কর্মরত নন এইরূপ বাংলাদেশি নাগরিক হতে হবে

(খ) ন্যুনতম ঘাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

(গ) স্বাভাবিক ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে

(ঘ) কম্পিউটার এবং আইসিটি বিষয়ে ব্যবহারিক জ্ঞান থাকিতে হইবে

(ঙ) বোর্ড কতৃক গৃহীত কর অভিজ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

(চ) টিআইএনধারী হবে হবে এবং আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ থাকতে হবে

আয়কর রিটার্ন প্রস্তুতকারীর সনদ (TRP) প্রদান

বোর্ড, সময় সময়, আয়কর রিটার্ন প্রস্তুতকারীর সনদ প্রদানের যোগ্যতা যাচাইয়ের নিমিত্ত কর অভিজ্ঞান পরীক্ষা (TAAT) গ্রহণ করবে এবং উত্তীর্ণ প্রার্থীদের আয়কর রিটার্ন প্রস্তুতকারী সনদ প্রদান করিবে।

আইনের ধারা ৩২৭ অনুযায়ী কর আইনজীবী হিসাবে স্বীকৃত ব্যক্তিগণের আবেদনের প্রেক্ষিতে বোর্ড, কোনো প্রকার পরীক্ষা ব্যতিরেকে, তাহাদের যোগ্যতার সনদ ও অন্যান্য প্রযোজ্য দলিলাদি যাচাইপূর্বক আয়কর রিটার্ন প্রস্তুতকারী সনদ প্রদান করিবে।

বোর্ড আয়কর রিটার্ন প্রস্তুতকারীদের জন্য প্রয়োজনীয় পাঠ্যসূচি প্রণয়ন ও প্রচার করিবে।

প্রতিনিধিত্ব

এই বিধিমালার অধীন গৃহীত কর অভিজ্ঞান পরীক্ষা (TAAT) উত্তীর্ণ ও সনদপ্রাপ্ত আয়কর রিটার্ন প্রস্তুতকারীগণ কেবল আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করিতে পারিবেন এবং কোনোভাবেই আইনের ধারা ৩২৭ অনুযায়ী কর আইনজীবী হিসাবে গণ্য হবেন না।

আয়কর রিটার্ন প্রস্তুতকারীদের প্রণোদনা

(১) বোর্ড আয়কর রিটার্ন প্রস্তুতকারীদের জন্য নিম্নরুপ পরিমাণ প্রণোদনা অনুমোদন করতে পারবে-

তবে শর্ত থাকে যে,

(ক) আয়কর রিটার্ন প্রস্তুতকারী দ্বারা প্রস্তুতকৃত আয়কর রিটার্নে করদাতার ঘোষিত আয়ের উপর করদাতার রিটার্নের সাথে প্রদত্ত ১৭৩ এবং ১৭৪ ধারার করের উপর প্রণোদনা প্রদান করা হবে।

(খ) আয়কর রিটার্ন প্রস্তুতকারীর প্রাপ্য প্রণোদনার ১০% (দশ শতাংশ) সহায়তাকারী প্রতিষ্ঠান সার্ভিস চার্জ হিসাবে প্রাপ্য হবে।

(২) যেক্ষেত্রে প্রথম বৎসরের আয়কর রিটার্ন দাখিলের পর কোনো যোগ্য ব্যক্তি আয়কর রিটার্ন প্রস্তুতকারী পরিবর্তন করিয়া নূতন আয়কর রিটার্ন প্রস্তুতকারীর মাধ্যমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম করবর্ষের রিটার্ন দাখিল করবেন, সেইক্ষেত্রে পরিবর্তিত আয়কর রিটার্ন প্রস্তুতকারী, ক্ষেত্রমত, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম করবর্ষের জন্য নির্ধারিত হারে প্রণোদনা প্রাপ্য হবেন।

(৩) বোর্ড, সময় সময়, উপ-বিধি (১) এর অধীন নির্ধারিত প্রণোদনা পরিবর্তন করিতে পারিবে।

ব্যাখ্যা।এই বিধির উদ্দেশ্যে-
(ক) “প্রথম করবর্ষ” অর্থ যে করবর্ষে যোগ্য ব্যক্তি তাহার আয়কর রিটার্ন প্রথমবারের মতো দাখিল করিবেন এবং উক্ত যোগ্য ব্যক্তি ইতঃপূর্বে কোনো করবর্ষে রিটার্ন
দাখিল করেন নাই
(খ) “দ্বিতীয় করবর্ষ” অর্থ প্রথম করবর্ষের পরের করবর্ষ

(গ) “তৃতীয় করবর্ষ” অর্থ দ্বিতীয় করবর্ষের পরের করবর্ষ

(ঘ) “চতুর্থ করবর্ষ” রথ তৃতীয় করবর্ষের পরের করবর্ষ

(ঙ) “পঞ্চম করবর্ষ” অর্থ চতুর্থ করবর্ষের পরের করবর্ষ

(চ) “১৭৩ এবং ১৭৪ ধারায় প্রদত্ত মোট কর” অর্থ যোগ্য ব্যক্তি কর্তৃক প্রদন্ত রিটার্নের সহিত প্রদত্ত ১৭৩ এবং ১৭৪ ধারার কর এবং ইহাতে নিম্নোক্ত করাদি বা পরিশোধ অন্তর্ভুক্ত হবে না-

(অ) কর দিবসের পরে রিটার্ন দাখিলের জন্য পরিশোধিত অতিরিক্ত কোনো কর
(আ) রিটার্ন দাবিকৃত প্রত্যার্পনযোগ্য কর
(ই) উৎসে পরিশোধিত কর

সহায়তাকারী প্রতিষ্ঠানের সার্ভিস চার্জ

সহায়তাকারী প্রতিষ্ঠান আয়কর রিটার্ন প্রস্তুতকারীর প্রণোদনার ১০% সার্ভিস চার্জ হিসাবে প্রাপ্য হবে।

আয়কর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা ২০২৩ টি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

Exit mobile version