Site icon Chartered Journal

রপ্তানি নিবন্ধন সার্টিফিকেট করার নিয়ম

export registration certificate

বাংলাদেশ থেকে বিদেশে পণ্য রপ্তানি করতে হলে আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস থেকে রপ্তানি নিবন্ধন সার্টিফিকেট (ইআরসি) সংগ্রহ করতে হয়।

রপ্তানি নিবন্ধন সার্টিফিকেট পেতে নিম্নলিখিত ধাপসমূহ অনুসরন করতে হয়

১. আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস থেকে রপ্তানি নিবন্ধন ফরম সংগ্রহ করুন।

২. রপ্তানি লাইসেন্স নিবন্ধনের জন্য নির্ধারিত হারে নিবন্ধন ফি জমা দিতে হয়। বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের শাখায় সিডিউল ফি জমা দিন।

৩. নির্ধারিত ফিস সহ আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ফরম পূরণ পূর্বক আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস জমা দিন।

প্রয়োজনীয় কাগজপত্রসমূহ

রপ্তানি লাইসেন্স নিবন্ধন ফি হার

Exit mobile version