Site icon Chartered Journal

Finance Bill 2024 Bangladesh

Finance Bill 2024 Bangladesh

প্রতি বছরের নেয় জুন মাসের প্রথম বৃহঃষ্পতিবার অর্থমন্ত্রী জাতীয় সংসদে জাতীয় বাজেট পেশ করেছেন যেখানে Finance Bill 2024 Bangladesh (অর্থবিল ২০২৪) প্রকাশ করা হয়। অর্থবিল ২০২৪ এ ভ্রমণ কর আইন ২০০৩, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২, আয়কর আইন ২০২৩, এবং কাস্টমস আইন ২০২৩ এ সংশোধনী প্রস্তাব আনা হয়েছে। তবে উল্লেখযোগ্য প্রভাবসৃষ্টিকারী সংশোধন আসে নাই। ব্যক্তিগত করদাতার করহার ও কোম্পানির করহার পরিবর্তন, করনেট সম্প্রসারণ, কর অব্যহতি যৌক্তিকীকরণ এর জন্য কতিপয় প্রস্তাব করা হয়েছে।

সংসদীয় স্ট্যান্ডিং কমিটি অর্থ বিল পরীক্ষা করে এবং প্রয়োজনে সংশোধন প্রস্তাব করবে। সংসদে অর্থ বিল নিয়ে তর্ক-বিতর্ক চলবে এবং সংসদ সদস্যরা তাদের মতামত প্রদান করবেন এবং তার ভিত্তিতে অর্থ আইন ২০২৪ চুড়ান্ত করা হবে। সংসদে পাস হওয়ার পর অর্থ আইন রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে এবং রাষ্ট্রপতি অনুমোদন করলে অর্থ আইন ২০২৪ কার্যকর হবে।

Finance Bill 2024 Bangladesh pdf file download করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

Exit mobile version