Site icon Chartered Journal

কিভাবে কোভিড-১৯ (COVID-19) ভ্যাকসিন রেজিস্ট্রেশন করা যায়?

Covid-19 Vaccine Registration BD

বর্তমানে বাংলাদেশে ২৫ বছরের উর্দ্ধে যেকেউ কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন। প্রথমে সুরক্ষা (Surokkha.com) ওয়েব পোর্টাল অথবা Android Play Store বা Apple App Store থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে টিকা দানের তারিখ মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। টিকাদানের নির্ধারিত দিনে টিকা কার্ড ও জাতীয়পরিচয়পত্র সঙ্গে নিয়ে টিকাদান কেন্দ্রে গেলে টিকা দেওয়া হবে।

কোভিড-১৯ (COVID-19) ভ্যাকসিন নিবন্ধন প্রক্রিয়া নিচে পর্যায়ক্রমে বর্ণনা করা হলো:

১. প্রথমে সুরক্ষা (Surokkha.com) ওয়েব পোর্টালে প্রবেশ করতে হবে অথবা Android Play Store বা Apple App Store হতে মোবাইল এ্যাপস ডাউনলোড করে নিতে হবে।

২. নিবন্ধন বাটনে ক্লিক করলে নিচের মত স্ক্রিন আসবে, এখান থেকে ধরণ নির্বাচন করুন

 

৩. ধরণ নির্বাচন করার পর নিচের স্ক্রিন আসবে, এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) ও ক্যাপচা কোড দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে।

 

 

৪. জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) ও ক্যাপচা কোড সঠিক হলে নিচের মত নাম ও ইংরেজী নাম প্রদর্শন করবে। এখানে মোবাইল নম্বর প্রদান করুন (এই মোবাইল নম্বরে OTP ও ভ্যাকসিনের তথ্য SMS করা হবে)

৫. এ পর্যায়ে স্ক্রিনে দীর্ঘমেয়াদী রোগ থাকলে তা নির্বাচন করুন

৬. নিচের স্ক্রিনে পেশা এবং কোভিড-১৯ কাজের সাথে সরাসরি জড়িত কিনা তা নির্বাচন করুন

৭. এ পর্যায়ে নিচের স্ক্রিনে বর্তমান ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা/থানা/সিটিকর্পোরেশন,ইউনিয়ন/পৌরসভা ইত্যাদি নির্বাচন করুন)

৮. যে কেন্দ্রে ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক তা নির্বাচন করুন। উল্লেখ্য নির্বাচিত উপজেলা অনুযায়ী কেন্দ্র প্রাপ্ত হবে।

৯. নিচের স্ক্রিন হতে সংরক্ষন করুন বাটনে ক্লিক করুন

১০. সবশেষে মোবাইলে SMS এর মাধ্যমে প্রাপ্ত OTP কোড দিয়ে “স্ট্যাটাস যাচাই” বাটনে ক্লিক করে নিবন্ধন সম্পন্ন করুন।

১১. অভিনন্দন আপনার নিবন্ধন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন যেকোন সময়ে আপনি টিকা কার্ড অনলাইনে ওয়েব পোর্টাল হতে সংগ্রহ করতে পারবেন।

SMS এর মাধ্যমে প্রাপ্ত ভ্যাকসিন গ্রহণের তারিখে নির্দিষ্ট টিকা কেন্দ্রে ভ্যাকসিন কার্ড ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করুন।

টিকা কার্ড ডাউনলোড (পাসপোর্টধারী বাংলাদেশি এবং বিদেশি নাগরিক)

১২. টিকা কার্ড এ ক্লিক করলে নিচের স্ক্রিন আসবে, এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) ও ক্যাপচা কোড দিয়ে “যাচাই করুণ” বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে

১৩. নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে প্রাপ্ত OTP কোড ব্যবহার করে স্ট্যাটাস যাচাই বাটনে ক্লিক করুন

১৪. SMS এর মাধ্যমে প্রাপ্ত OTP কোড সঠিক হলে ভ্যাকসিন কার্ডটি আসবে। আপনি ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন।

 

 

Exit mobile version