Site icon Chartered Journal

শ্রমিক মারা গেলে কি ক্ষতিপূরণ পাবেন?

দুর্ঘটনাজনিত বা অন্যযেকোন কারণে কোন শ্রমিক মৃত্যুবরণ করলে তার ক্ষতিপূরণ কি হবে সে সম্পর্কে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এ ১৯ ধারায় উল্লেখ করা হয়েছে। কোন মালিকের অধিনে কোন শ্রমিক মারা গেলে-

প্রত্যেক পূর্ণ বৎসর বা উহার ০৬ (ছয়) মাসের অধিক সময় চাকুরীর জন্য ক্ষতিপূরণ হিসাবে ৩০(ত্রিশ) দিনের মজুরি অথবা গ্রাচুইটি, যাহা অধিক হবে, প্রদান করবেন

যদি কোন শ্রমিক প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় অথবা কর্মকালীন দুর্ঘটনার কারণে পরবর্তীতে মৃত্যু হয় সেক্ষেত্রে প্রত্যেক পূর্ণ বৎসর চাকুরীর জন্য ক্ষেত্রে ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মজুরি অথবা গ্রাচুইটি, যাহা অধিক হবে, প্রদান করবেন

এই অর্থ মৃত শ্রমিক চাকুরী হতে অবসর গ্রহণ করলে যে অবসর জনিত সুবিধা প্রাপ্ত হতেন, তাহার অতিরিক্ত হিসাবে প্রদেয় হবে। (অবসর জনিত সুবিধাও দিতে হবে।) – ধারা ২৬(৪)

Exit mobile version