Site icon Chartered Journal

কখন কর শুন্য রিটার্ন জমা দিতে পারবেন?

When zero tax return can submit

বিভিন্ন প্রয়োজনে অনেকে টিআইএন (TIN) খুলে থাকেন কিন্তু দেখা যায় তাদের কোন করযোগ্য আয় নেই। তখন প্রশ্ন আসে তারা কি রিটার্ন জমা দিবেন? আর যদি রিটার্ন জমা দেন তো তাদের কি ট্যাক্স দেওয়া লাগবে। আয়কর আইন অনুযায়ী কয়েকটি ক্ষেত্র ব্যতিত যাদের টিআইএন (TIN) আছে তাদের করযোগ্য আয় থাকুক অথবা না থাকুক সকলকেই রিটার্ন জমা দিতে হবে। তবে যদি করযোগ্য আয় না থাকে তবে, তাদের কোন ট্যাক্স বা কর দিতে হবে না। আয়কর রিটার্ন শুন্য দেখিয়ে রিটার্ন জমা দিতে পারবেন যাকে বলে কর শুন্য রিটার্ন (Zero Tax Return)।

কখন কর শুন্য রিটার্ন (Zero Tax Return) জমা দিতে পারবেন?

যদি আপনার মোট করযোগ্য আয় করমুক্ত আয়সীমার নিচে থাকে, তাহলে আপনি আয়কর শুন্য দেখিয়ে রিটার্ন (Zero Tax Return) জমা দিতে পারবেন। অর্থ আইন ২০২৩ অনুযায়ী দেখে নেওয়া যাক করমুক্ত আয়সীমা কার জন্য কত টাকা?

করদাতার প্রকৃতিকরমুক্ত আয়সীমা (টাকা)
৬৫ বছরের অনুর্ধ্ব বয়সের পুরুষ করদাতা৩,৫০,০০০
৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ করদাতা৪,০০,০০০
মহিলা করদাতা৪,০০,০০০
প্রতিবন্ধী ব্যক্তি করদাতা বা তৃতীয় লিঙ্গ করদাতা৪,৭৫,০০০
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা৫,০০,০০০
Exit mobile version