Site icon Chartered Journal

মূসক হার কত ধরনের?

vat rate

ভ্যাট আইন ২০১২ এর ধারা ১৫ এর দফা ৩ অনুযায়ী করযোগ্য সরবরাহ বা করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক হার হবে ১৫%। তবে মানুষের দৈনন্দিক ব্যবহার্য আবশ্যকীয় এবং সম্ভাবনাময়  পণ্য ও সেবার ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দিয়েছে আবার কিছু পন্য ও সেবায় হ্রাসকৃত হারে মূসক নির্ধারণ করা হয়েছে। তাই মূসকরে আদর্শ হার ছাড়াও আরও কয়েকটি মূসক হার রয়েছে।

আদর্শ মূসক হার

ভ্যাট আইন ২০১২ অনুযায়ী আদর্শ মূসক হার ১৫%

হ্রাসকৃত মূসক হার

তৃতীয় তফসিলে উল্লেখিত পণ্য ও সেবার ক্ষেত্রে মূসক হার ১৫% এর কমে নির্ধারণ করা হয়েছে, যাকে হ্রাসকৃত মূসক হার বলে। বর্তমানে হ্রাসকৃত মূসক হার সমূহ হলো:

মূসক হারকয়েকটি হ্রাসকৃত পণ্য ও সেবার উদাহরণ
২% ভবন নির্মাণ সংস্থা (১ থেকে ১৬০০ বর্গফুট পর্যন্ত), ভবন নির্মাণ সংস্থা (পুনঃরেজিস্ট্রেশন)
৫% মেশিনে প্রস্তুত বিস্কুট, এলপি গ্যাস, জি আই ওয়্যার, অনলাইনে পণ্য বিক্রয়
৭.৫%নন এসি হোটেল ও রেস্তোরাঁ, যোগানদার (Procurement provider), সেল্ফ কপি পেপার
১০% বোর্ড সভায় যোগদানকারী, সিকিউরিটি সার্ভিস, ছাপাখানা,

হ্রাসকৃত হারের পণ্যসমূহ তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন

হ্রাসকৃত হারের সেবাসমূহ তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন

ট্যারিফ ভ্যাট

কয়েকটি পণ্য ও সেবার ক্ষেত্রে মূসক টাকার পরিমাণে নির্ধারণ করা হয়েছে যাকে ট্যারিফ ভ্যাট বলে। যেমন- সিম কার্ড, নিউজপ্রিন্স, সুতা।

পণ্য/সেবার নাম ভ্যাটের পরিমাণ
সিম কার্ড সরবরাহকারী ২০০ টাকা (প্রতি সিম কার্ড)
নিউজপ্রিণ্ট  ১৬০০ টাকা (প্রতি মে: টন)
সুতা  ৪ টাকা প্রতি কেজি

ট্রেড ভ্যাট

ব্যবসায়ীদের জন্য তাদের পণ্য সরবরাহের উপর ৫% মূসক হার নির্ধারণ করা হয়েছে। তবে ওষুধ ও পেট্রোলিয়াম জাতীয় পণ্যের ক্ষেত্রে মূসক হার পর্যায়ক্রমে ২.৪% ও ২% নির্ধারণ করা হয়েছে।

ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও সেবা সমূহ

ভ্যাট আইন অনুযায়ী অর্থ আইনের প্রথম তফসিলে উল্লেখিত পণ্য ও সেবা সমূহ এবং ভ্যাট বিভাগ কর্তৃক প্রকাশিত এসআরও (Statutory Regulatory Order) ও জিও (General Order) এর মাধ্যমে উল্লেখিত পণ্যসমূহে নির্দিষ্ট স্তরে ভ্যাট অব্যহতি প্রদান করা হয়েছে। ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও সেবা সমূহের তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন

Exit mobile version