Site icon Chartered Journal

কিভাবে VAT Online Password পরিবর্তন করবেন?

How to Change VAT Online Password

ভ্যাট অনলাইন থেকে একটি ইমেইল সবাই পেয়েছেন যে, যে সকল করাদাতা বিগত ৯০ দিনের মধ্যে VAT Online একাউন্টের Password পরিবর্তন করেননি তাদেরকে VAT Online Password পরিবর্তন করে ভ্যাট অনলাইন একাউন্টে প্রবেশ করতে হবে। পাসওয়ার্ড পরিবর্তন না করলে ভ্যাট অনলাইনে কোন কাজ করা সম্ভব হবে না।

আপনি যখন আগের পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন তখন পাসওয়ার্ড পরিবর্তন করতে বলা হবে। নিচের ছবির মতো একটি নোটিফিকেশন আপনার কম্পিউটার স্ক্রিনে আসবে।

নোটিফিকেশনের OK বাটনে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড পরিবর্তনের পরবর্তী পেজে নিয়ে যাবে। যেখানে আপনার পুরাতন পাসওয়ার্ড ও নতুন পাসওয়ার্ড লিখে, ক্যাপচা পূরণ করে Change Password নামের সবুজ বাটনে ক্লিক করুন।

পাসওয়ার্ড পরিবর্তনের সময় সংশ্লিষ্ট মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড OTP দিয়ে যাচাই করা হবে। ৩ মিনিটের ভিতর সংশ্লিষ্ট ফিল্ডে OTP দিয়ে আপনার ভ্যাট অনলাইন একাউন্টের নতুন পাসওয়ার্ডটা নিশ্চিত করুন।

VAT Online Password পরিবর্তন করার নিয়ম

VAT Online Password পরিবর্তন করার সময় কয়েকটি বিষয় আপনাকে নিশ্চিত করতে হবে যে

১. পুরাতন পাসওয়ার্ড ও নতুন পাসওয়ার্ড ভিন্ন হতে হবে

২. পাসওয়ার্ডে কমপক্ষে ৮ ক্যারেক্টার থাকতে হবে

৩. পাসওয়ার্ড কম্বিনেশনে কমপক্ষে একটি নাম্বার, একটি অক্ষর ও বিশেষ ক্যারেক্টার (!”#$%&'()*+,-./:;<=>?@[\]^_`{|}~) থাকতে হবে।

পাসওয়ার্ড পরিবতর্নে কোন সমস্যায় পড়লে ভ্যাট অনলাইন সাপোর্ট নাম্বার ১৬৫৫৫ এ কল করুন।

Exit mobile version