Site icon Chartered Journal

Tax Planning Calculator 2024

Tax Planning Calculator in Bangladesh 2024

আপনি কি জানেন? বাংলাদেশে ৩.৫ লক্ষ টাকার বেশি আয় করলে আয়কর দিতে হয়। আর আয় যত বাড়বে, করের হারও তত বাড়বে। তবে চিন্তার কিছু নেই! সরকার আপনাকে কর কমানোর সুযোগ দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের নির্ধারিত খাতে বিনিয়োগে উৎসাহিত করতে উক্ত বিনিয়োগের উপর করছাড়ের ঘোষণা দিয়েছে, আয়কর আইনের ভাষায় যাকে বলে কর রেয়াত। আয়কর আইন ২০২৩ এর ষষ্ঠ তফসিলের অংশ ৩ এ এই কর রেয়াতযোগ্য বিনিয়োগের খাতসমূহ তালিকা দেওয়া হয়েছে।

কেন কর রেয়াত গুরুত্বপূর্ণ?

কিভাবে কর রেয়াতের সুবিধা নেবেন?

Tax Planning Calculator কেন ব্যবহার করবেন?

আয়কর আইন এবং কর রেয়াতের নিয়মগুলো বেশ জটিল মনে হতে পারে। কোন খাতে কত টাকা বিনিয়োগ করলে সর্বোচ্চ কর রেয়াত পাওয়া যাবে, তা নির্ধারণ করা সবার পক্ষেই সহজ নয়। এই জটিলতা দূর করতেই আমাদের এই ট্যাক্স প্ল্যানিং ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটি ব্যবহার করে আপনি খুব সহজেই নির্ধারণ করতে পারবেন, আপনার আয়ের কত টাকা বিনিয়োগ করে সর্বোচ্চ কর রেয়াত পাওয়া যাবে।

ক্যালকুলেটরটি কিভাবে ব্যবহার করবেন?

প্রথমেই বলে নেওয়া রাখা ভালো যে, এই ক্যালকুলেটরটি শুধুমাত্র বেতন হতে আয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং আয়বর্ষ ২০২৪-২০২৫ এর জন্য প্রযোজ্য।

১. এক্সেল ফাইল ওপেন করুন: এই ক্যালকুলেটরটি সাধারণত একটি এক্সেল ফাইল হিসেবে থাকে। এই ফাইলটি ওপেন করলে আপনি অনেকগুলো ঘর দেখতে পাবেন।

২. তথ্য প্রদান করুন: এই ঘরগুলোর মধ্যে শুধুমাত্র হালকা নীল রঙের ঘরে আপনাকে আপনার আয় সংক্রান্ত তথ্য দিতে হবে।

৩. ফলাফল দেখুন: সঠিক তথ্য দিলে ক্যালকুলেটরটি ট্যাক্স প্লানিং ক্যালকুলেটর এর সীটের মাঝামাঝি হলুদ রঙের ঘরে আপনার জন্য প্রযোজ্য বিনিয়োগের পরিমাণ জানিয়ে দিবে। আর যদি কোন বিনিয়োগের সুযোগ না থাকে তাহলে “No investment is applicable”।

৪. উৎসে কর কর্তন: এই ক্যালকুলেটরটির একদম শেষ লাল রঙের ঘরে  আপনাকে জানিয়ে দেবে, আপনার বেতন থেকে প্রতি মাসে কত টাকা উৎসে কর হিসেবে কর্তন করা হবে।

কিভাবে ট্যাক্স প্লানিং ক্যালকুলেটরটি পাবেন?

বিনামূল্যে Tax Planning Calculator 2024 ডাউনলোড করুন এবং ট্যাক্স হিসাব আরও সহজ করে ফেলুন! এটা পেতে আপনাকে কোন জটিল প্রক্রিয়া পেরোতে হবে না। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং ক্যালকুলেটরটা আপনার মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে।

শেষকথা

ট্যাক্স প্ল্যানিং ক্যালকুলেটর একটি দারুণ সহায়ক। এটি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার আয়কর কমাতে পারবেন। তাই আর দেরি না করে আজই এই ক্যালকুলেটরটি ব্যবহার করে দেখুন। তবে মনে রাখা জরুরি, এই লেখাটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনো আইনি পরামর্শের জন্য আপনার একজন আয়কর বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন।

Exit mobile version