আয়কর অধ্যাদেশের বিদ্যমান বিধান অনুসারে তফসিল ২৪এ অনুযায়ী বেতন খাতের সকল আয়ই করযোগ্য আয় নয়। বেতনের কয়েকটি খাতে নির্দিষ্ট হারে করমুক্ত আয় পরিগণনা করা যায়।
বেসরকারী চাকরীজীবিদের করমুক্ত বেতনের খাতসমূহের তালিকা নিচের টেবিলে দেওয়া হলো:
আয়ের খাতসমূহ | করমুক্ত আয়ের হিসাব |
---|---|
বাড়ীভাড়া ভাতা | মূল বেতনের ৫০% অথবা মাসিক ২৫,০০০ টাকা এ দুইটির মধ্যে যেটি কম সে অংক করমুক্ত |
চিকিৎসা ভাতা | মূল বেতনের ১০% অথবা বার্ষিক ১,২০,০০০ টাকা (প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে ১০ লক্ষ টাকা) এ দুটির মধ্যে যেটি কম সে পরিমাণ অংক করমুক্ত |
যাতায়াত ভাতা | বার্ষিক ৩০,০০০ টাকা পর্যন্ত করমুক্ত |
যানবাহন সুবিধার জন্য বিবেচিত আয় | যদি করদাতা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট থেকে গাড়ী পান তাহলে মূল বেতনের ৫% বা বার্ষিক ৬০,০০০/- টাকা, |
স্বীকৃত ভবিষ্যত তহবিলে অর্জিত সুদ | মূল বেতনের ১/৩ অংশ পর্যন্ত প্রাপ্ত সুদ্ (এখানে বেতন বলতে মূল বেতন এবং মহার্ঘ ভাতা বুঝাবে) অথবা সরকার কর্তৃক নির্ধারিত হার ১৪.৫%, এ দুইয়ের মধ্যে যেটি কম সে পরিমাণ অংক করমুক্ত |
Workers Participation Fund | বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন) এর আওতায় প্রতিষ্ঠিত Workers Participation Fund থেকে কোন ব্যক্তি কর্তৃক ৫০,০০০ টাকা পর্যন্ত প্রাপ্ত অর্থ করমুক্ত |
পেনশন | সম্পূর্ণ অংশ করমুক্ত (অনুমোদিত পেনশন হতে হবে) |
গ্র্যাচুইটি | ২.৫ কোটি টাকা পর্যন্ত করমুক্ত |