Site icon Chartered Journal

Surcharge Rate 2024-2025

Surcharge Rate AY 2024-2025

নতুন অর্থ আইন ২০২৪ এ ব্যক্তি করদাতার সারচার্জ গত অর্থ বছরের সারচার্জ হার অপরিবর্তিত রাখা হয়েছে। যেসকল করদাতার নীট সম্পদ ৪ কোটি টাকার বেশি অথবা নিজ নামে একাধিক মোটর গাড়ি বা মোট ৮,০০০ বর্গফুটের অধিক আয়তনের গৃহসম্পত্তি রয়েছে তাদেরকে করের উপর নির্দিষ্ট হারে সারচার্জ দিতে হবে।

সারচার্জ হার ২০২৪-২০২৫ Surcharge Rate 2024-2025

সম্পদসারচার্জের হার
নীট পরিসম্পদের মূল্যমান ৪ (চার) কোটি টাকাশুন্য
নীট পরিসম্পদের মূল্যমান ৪ (চার) কোটি টাকার অধিক কিন্তু ১০ (দশ) কোটি টাকার অধিক নহে;
বা নিজ নামে একাধিক মোটর গাড়ি বা মোট ৮,০০০ বর্গফুটের অধিক আয়তনের গৃহসম্পত্তি
১০%
নীট পরিসম্পদের মূল্যমান ১০ (দশ) কোটি টাকার অধিক কিন্তু ২০ (বিশ) কোটি টাকার অধিক নহে;২০%
নীট পরিসম্পদের মূল্যমান ২০ (বিশ) কোটি টাকার অধিক কিন্তু ৫০ (পঞ্চাশ) কোটি টাকার অধিক নহে;৩০%
নীট পরিসম্পদের মূল্যমান ৫০ (পঞ্চাশ) কোটি টাকার অধিক৩৫%

এই অনুচ্ছেদে,

“নীট পরিসম্পদের মূল্যমান” অর্থ Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) এর section 80 অনুযায়ী পরিসম্পদ, দায় ও খরচের বিবরণী (statement of assets, liabilities and expenses) তে প্রদর্শনযোগ্য নীট পরিসম্পদের মূল্যমান (total net worth)

“মোটর গাড়ি” অর্থে বাস, মিনিবাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্যাংক লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, অটোরিকশা ও মোটর সাইকেল ব্যতিত অন্যান্য মোটরযান অন্তর্ভুক্ত হবে।

Exit mobile version