এসআরও নং-১০৬-আইন/২০২০/৯২-মূসক এর মূল বিষয় হলো, আমদানি স্তরে ৫% আগাম কর অব্যাহতি।
উক্ত এসআরও-এর অনুচ্ছেদ ২ অনুসারে, দু’ধরনের প্রতিষ্ঠান আমদানি স্তরে আগাম কর অব্যাহতি পাবে।
- শিল্পায়নের লক্ষ্যে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে, এমন উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানির ক্ষেত্রে;
- যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সরবরাহের ওপর ভ্যাট প্রযোজ্য নেই এমন প্রতিষ্ঠানের আমদানির ক্ষেত্রে। অর্থাৎ উৎপাদন স্তরে ভ্যাট নেই এমন প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমদানির সময় আগাম কর পরিশোধ করতে হবে না।
তবে, এসআরওতে বেশ-কিছু শর্ত রয়েছে, সেগুলো পালন করতে হবে।
শর্তসমূহসহ এসআরও টি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন