Site icon Chartered Journal

রপ্তানিতে নগদ ভর্তুকির উপর উৎসে কর কর্তনের হার হ্রাস

TDS export cash subsidy

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
(আয়কর)
প্রজ্ঞাপন
তারিখ: ১৮ পৌষ, ১৪২৬ বঙ্গাব্দ/০২ জানুয়ারি, ২০২০ খ্রিস্টাব্দ

এসআরও নং ০২-আইন/আয়কর/২০২০।- Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) এর section 44 এর sub-section (4) এর clause (b) তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার রপ্তানি নগদ ভর্তুকি (export cash subsidy) এর উপর উক্ত Ordinance এর section 53DDD[*] এর অধীন উৎসে কর কর্তনের হার দশ শতাংশ হইতে হ্রাস করিয়া পাঁচ শতাংশে নির্ধারণ করিল।

২। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে এবং ইহা ৩০ জুন, ২০২০ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত বলবৎ থাকিবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে
মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি
সিনিয়র সচিব।

* 53DDD ( Deduction of tax at source from export cash subsidy)

Any person responsible for paying any amount on account of export cash subsidy to an exporter for promotion of export shall, at the time of payment or credit of such amount, deduct or collect tax in advance at the rate of [ten per cent] on the amount so payable

Exit mobile version