Site icon Chartered Journal

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠালে হাজার টাকা বোনাস!

send money to Bkash from abroad get bonus

আসছে ঈদুল আযহা উপলক্ষে প্রবাসী কর্মরত রেমিট্যান্স যোদ্ধারা তাদের কষ্টার্জিত টাকা দেশে পরিবারের কাছে পাঠান। কিন্তু অনেক সময় তারা দালালের ফাঁদে পড়ে প্রতারিত হন। তাই দালালের ফাঁদে পা না দিয়ে সরাসরি বিকাশের মাধ্যমে আপনার কষ্টার্জিত টাকা মুহুর্তে আপনার প্রিয়জনের বিকাশ একাউন্টে পাঠিয়ে দিতে পারেন। সরকার বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে বিদেশ থেকে বিকাশে টাকা পাঠালে প্রতি হাজারে ২৫টাকা বোনাস দিয়ে থাকে। এছাড়াও বিকাশ সীমিত সময়ের জন্য নিয়ে এলো বিদেশ থেকে বিকাশে টাকা পাঠালে প্রতি ঘণ্টায় ৳১,০০০ বোনাস পাওয়ার সুযোগ!

”ঘন্টায় হাজার টাকা বোনাস” অফারের মেয়াদ

অফার চলবে বাংলাদেশ সময় ৬ জুন ২০২৩, ০০:০০ মিনিট থেকে ৩০ জুন ২০২৩, ১১:৫৯ মিনিট পর্যন্ত

যা থাকছে বিকাশে রেমিটেন্স পাঠানোর অফারে

শর্তাবলি

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

বর্তমানে বিশ্বের ৬৫ দেশ থেকে তালিকাভুক্ত ফরেইন ব্যাংক, মানি ট্রান্সফার অর্গানাইজেশন(এমটিও) এবং মানি এক্সচেইঞ্জ হাউজগুলোর মাধ্যমে বাংলাদেশে প্রিয়জনের বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন। বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম নিয়ে আগের লেখায় বিস্তারিত বলা হয়েছে। প্রয়োজনে বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম লেখাটি পড়ে আসতে পারেন।

গ্রাহক কখন বোনাস পাবেন?

সফলভাবে রেমিটেন্স গ্রহণ করার ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহক বোনাস পাবেন।  

বোনাস পেতে গ্রাহক একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?

হ্যাঁ, বোনাস উপভোগ করতে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে বোনাস বিতরণ সফল না হয়, সেক্ষেত্রে গ্রাহক বোনাস পাবেননা।

গ্রাহকের বোনাস পেতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? যদি হয়, সেক্ষেত্রে গ্রাহকের করণীয় কী?

অফারের শর্তানুযায়ী গ্রাহক সফলভাবে রেমিটেন্স গ্রহণ করার ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে বোনাস পাবেন। অজানা যেকোনো কারণে বোনাস পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র, বিকাশ গ্রাহক সেবা, ফেসবুক পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি support@bkash.com -এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে এসম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Exit mobile version