Site icon Chartered Journal

প্রাইজবন্ড ড্র এর ফলাফল অনুসন্ধান অনলাইনে

Prizebond draw result search online

প্রতি তিন মাস অন্তর (৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর) প্রাইজবন্ড ‘ড্র’ অনুষ্ঠিত হয় এবং ড্র অনুষ্টিত হবার ২ বছর পর পযর্ন্ত পুরস্কারের টাকা দাবি করা যায়। বর্তমানে শুধুমাত্র ১০০ টাকা মূল্যের প্রাইজবন্ড পাওয়া যায়, যার প্রথম পুরস্কার ৬ লক্ষ টাকা। প্রাইজবন্ডের একটি বড় সুবিধা হচ্ছে এটির সহজ তারল্য। যেকোন সময় আপনি চাইলেই প্রাইজবন্ডটা ভাঙিয়ে টাকা তুলে নিতে পারবেন। তাই অনেকেই ভবিষ্যত সঞ্চয় হিসাবে বা গিফট হিসাবে প্রাইজবন্ড কিনে থাকেন। কিন্তু প্রতিবার প্রাইজবন্ড ড্র এর ফলাফল অনুসন্ধান করা হয় না। তাদের জন্য একটি বড় সুখবর এই যে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (IRD), অর্থ মন্ত্রণালয় একটি Prize Bond Result Inquiry Software (PBRIS) তৈরি করেছে। যেই সফটওয়ারে আপনি সহজেই আপনার প্রাইজবন্ড নম্বর দিয়ে প্রাইজবন্ড ড্র এর ফলাফল অনুসন্ধান করতে পারবেন।

যেভাবে প্রাইজবন্ডের ‘ড্র’ -এর ফলাফল অনুসন্ধান করবেন

প্রাইজবন্ডের ‘ড্র’ -এর ফলাফল অনুসন্ধানের জন্য প্রথমে https://www.irdbd.online/prizebond/ ওয়েবসাইটে যান।

এখানে আপনি প্রাইজবন্ডের ‘ড্র’ -এর ফলাফল অনুসন্ধান করতে পারবেন। আপনি প্রাইজবন্ডের নম্বর সরাসরি ওয়েবসাইটের নির্দিষ্ট ঘরে লিখে প্রাইজবন্ডের ‘ড্র’ -এর ফলাফল অনুসন্ধান করতে পারেন আবার Microsoft Excel Sheet এ প্রাইজবন্ড নম্বরগুলো লিখে সেই Microsoft Excel Sheet ওয়েবসাইটে আপলোড করেও প্রাইজবন্ডের ‘ড্র’ -এর ফলাফল অনুসন্ধান করতে পারেন।

প্রাইজবন্ডের নম্বর সরাসরি ওয়েবসাইটের নির্দিষ্ট ঘরে লিখে প্রাইজবন্ডের ‘ড্র’ -এর ফলাফল অনুসন্ধান করতে https://www.irdbd.online/prizebond/ এর সংখ্যা লিখুন বাটনে ক্লিক করুন।

এখন নতুন যে পেজ আসবে সেই পেজের প্রাইজবন্ডের সাধারণ সংখ্যা ঘরে প্রাইজবন্ডের নম্বর গুলো বাংলায় অথবা ইংরেজিতে লিখুন এবং অনুসন্ধান বাটনে ক্লিক করুন। একাধিক সাধারণ সংখ্যা একসাথে অনুসন্ধানের জন্য সংখ্যাগুলোকে কমা (,) দ্বারা আলাদা করুন। উদাহরণঃ ০৪৬৯০৮০, ০৯১৮০০৯ আর ধারাবাহিক (সিরিজ) সাধারণ সংখ্যা অনুসন্ধানের জন্য প্রথম ও শেষ সংখ্যার মাঝে হাইফেন (-) ব্যবহার করুন। উদাহরণঃ ০৪৬৯০৮০-০৯১৮০০৯।

আর Microsoft Excel Sheet এ প্রাইজবন্ডের সংখ্যা গুলো লিখে Microsoft Excel Sheet আপলোড করে প্রাইজবন্ডের ‘ড্র’ -এর ফলাফল অনুসন্ধান করতে https://www.irdbd.online/prizebond/ এর সংখ্যা আপলোড করুন বাটনে ক্লিক করুন। এখন প্রাইজবন্ডের সাধারণ সংখ্যাসমূহ (সিরিজ ব্যতীত) Microsoft Excel Sheet এর কলাম A তে ইংরেজিতে লিখুন, সেইভ করুন এবং আপলোড করুন। (নমুনা Excel Sheet ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।)

এখন অনুসন্ধান বাটনে লিখে ক্লিক করলে আপনার স্ক্রিনে আপনার প্রাইজবন্ডের ফলাফল উপস্থাপন হবে।

কিভাবে প্রাইজবন্ডের পুরস্কার দাবি করবেন?

আপনি যদি কোন প্রাইজবন্ডের পুরস্কারের জন্য মনোনীত হয়ে থাকেন তাহলে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করে প্রাইজবন্ডের পুরস্কার দাবি করতে হবে। প্রাইজবন্ডের পুরস্কার দাবি ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

প্রাইজবন্ডের পুরস্কার দাবি ফরমের সাথে যেসকল কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে-

Exit mobile version