Site icon Chartered Journal

যেসকল করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করলে কর রেয়াত পাবেন

online tax return tax exemption

অর্থ আইন, ২০২০ এর তফসিল ২ এর প্রথম অংশের অনুচ্ছেদ – ক অনুযায়ী প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিলকারী ব্যক্তি করদাতা (individual taxpayers) অনলাইনে ২০২০-২০২১ কর বছরের রিটার্ন দাখিল করলে কর রেয়াত প্রাপ্ত হবেন। এক্ষেত্রে নিম্নরুপ শর্তসমূহ পরিপালন করতে হবে-

অর্থ আইন, ২০২০ অনুযায়ী অনলাইনে ২০২০-২০২১ কর বছরের রিটার্ন দাখিলকারী করদাতা বিনিয়োগ রেয়াত পরবর্তী প্রদেয় কর হইতে অতিরিক্ত ২,০০০ টাকা কর রেয়াত প্রাপ্য হবেন। অর্থ্যাৎ প্রথমে করদাতার বিনিয়োগ রেয়াত পরবর্তী প্রদেয় মোট করদায় নিরূপণ করতে হবে। অতঃপর অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ২,০০০ টাকা কর রেয়াত বাদ দিতে হবে। অনলাইনে রিটার্ন দাখিল জনিত কর রেয়াত বাদ দেয়ার পর উৎসে কর কর্তন বা অগ্রিম কর পরিশোধ করা থাকলে তার ক্রেডিট দিতে হবে। যেক্ষেত্রে নিরূপিত প্রদেয় মোট করদায় হিসেবে নুন্যতম কর ধার্য হয় সেক্ষেত্রে নুন্যতম করদায় হতে ২,০০০ টাকা কর রেয়াত পাওয়া যাবে।

Exit mobile version