Site icon Chartered Journal

ব্যাংক পরিচালক একক পরিবারে ৩ জনের বেশি নয়

ব্যাংক পরিচালক

ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন, ২০২৩ এ ধারা ১৫ এর উপধারা (১০) এ ব্যাংক পরিচালক সম্পর্কে নতুন সংশোধনী আনা হয়েছে। যেখানে বলা হয়েছে যে, ‘‘আপাততঃ বলবৎ অন্য কোন আইন অথবা কোন ব্যাংক-কোম্পানীর সংঘ/স্মারক বা সংঘবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, কোন একক পরিবার হইতে ৩ (তিন) জনের অধিক সদস্য একই সময় কোন ব্যাংক-কোম্পানীর পরিচালক পদে অধিষ্ঠিত থাকিবে না”। বাংলাদেশ ব্যাংক ২৬ জুন, ২০২৩ তারিখে নতুন একটি সার্কুলারে এই আদেশ পরিপালনে ব্যাংকগুলোর প্রতি দৃষ্টি আকর্ষন করে। ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এ এর আগে ব্যাংক পরিচালক হিসাবে একক পরিবার হতে ৪ (চার) জন সদস্য একই সময়ে পদে অধিষ্ঠিত থাকার অনুমতি ছিলো।

এমতাবস্থায়, ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন, ২০২৩ এর ধারা ১৫ এর উপধারা (১০) এর উদ্দেশ্য পূরণকল্পে কোন ব্যাংক-কোম্পানীর কোন পরিচালকের পদত্যাগ করা আবশ্যক হলে পরিচালকগণের মধ্য হতে কোন পরিচালক উক্ত পদ ত্যাগ করবেন তা পরিচালকদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে নির্ধারিত হবে এবং পারস্পরিক
সমঝোতায় উপনীত হতে ব্যর্থ হলে তা পরিচালনা পর্ষদের সভায় লটারী অনুষ্ঠানের মাধ্যমে নির্ধারণ করতে হবে।

স্বল্পতম সময়ের মধ্যে একক পরিবার হতে পরিচালক সংখ্যা তিনজনে নামিয়ে এনে বিষয়টি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডিভিশন-২ কে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

বাংলাদেশ ব্যাংকে সার্কুলারটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

Exit mobile version