Site icon Chartered Journal

করদাতার অবস্থানভেদে ন্যুনতম কর

Minimum tax depending on location of assessee

করমুক্ত সীমার উর্দ্ধে আয়ের ক্ষেত্রে প্রদেয় নূন্যতম আয়করের পরিমাণ এলাকাভেদে ভিন্ন হয়ে থাকে। এই লেখায় করদাতার অবস্থানভেদে করমুক্ত সীমার উর্দ্ধে আয়ের ক্ষেত্রে প্রদেয় নূন্যতম আয়করের পরিমাণ (Minimum tax depending on location of assessee) এবং করদাতার অবস্থান কিভাবে ধার্য হবে সেই বিষয়ে আলোচনা করবো।

করদাতার অবস্থানভেদে ন্যুনতম আয়করের পরিমাণ

এলাকার বিবরণনূন্যকত মরের পরিমাণ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা৫,০০০/-
অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা৪,০০০/-
সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা৩,০০০/-

করদাতার অবস্থান নির্ণয়ের নিয়ম

যেহেতু করদাতার অবস্থান অনুযায়ী করদাতার আয় করমুক্ত সীমার উর্দ্ধে থাকলে করদাতাকে এলাকাভেদে নূন্যতম কর প্রদান করতে হবে, সেহেতু করদাতার কর্মস্থল, ব্যবসায়স্থল, বা কখনও কখনও আবাসস্থল নির্নয়ের প্রয়োজন পড়ে। বিভিন্ন পেশাজীবি মানুষের জন্য এই অবস্থান নির্ণয়ের নিয়ম ভিন্ন হয়ে থাকে। তাই নিম্নে করদাতাভেদে কিভাবে করদাতার অবস্থান নির্ণয় করতে হবে বিস্তারিত আলোচনা করা হলো:

Exit mobile version