দেশের অর্থনীতিতে ভ্যাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সরকারের রাজস্ব আয়ের একটি উল্লেখযোগ্য উৎস। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী কোন প্রতিষ্ঠান নির্দিষ্ট আয়সীমা অতিক্রম করলে সেই প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ভ্যাট নিবন্ধন করতে হবে। এছাড়াও কতিপয় ব্যক্তি/ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয়মূল্য যাহাই হোক না কেন বাধ্যতামূলক ভ্যাট নিবন্ধন নিতে হবে। তাই আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক কিনা তা জানাটা জরুরী। আশাকরি এই লেখায় আপনি জানতে পারবেন আপনার প্রতিষ্ঠানের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক কিনা
যাদের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক
১. যাদের বার্ষিক বিক্রয়মূল্য ৫০ লক্ষ টাকা থেকে ৩ কোটি টাকার ভিতরে তাদের টার্নওভার ভ্যাট নিবন্ধন নিতে হবে।
কিন্তু নিম্নবর্ণিত বিক্রয়মূল্য উহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:
(ক) অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের মূল্য;
(খ) মূলধনী সম্পদের বিক্রয় মূল্য;
(গ) অর্থনৈতিক কার্যক্রমের প্রতিষ্ঠান বা উহার কোন অংশের বিক্রয় মূল্য; বা
(ঘ) অর্থনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করিবার ফলশ্রুতিতে কৃত সরবরাহের মূল্য;
২. যাদের বার্ষিক বিক্রয়মূল্য ৩ কোটি টাকার উপরে তাদের বাধ্যতামূলক ভ্যাট নিবন্ধন করতে হবে।
এছাড়াও নিম্নবর্ণিত ব্যক্তি/ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয়মূল্য যাহাই হোক না কেন বাধ্যতামূলক ভ্যাট নিবন্ধন নিতে হবে:
১. সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য/সেবা সরবরাহ/উৎপাদন/আমদানি করে এমন সকল ব্যক্তি/প্রতিষ্ঠান
২. টেন্ডার/চুক্তি/কার্যাদেশ এর বিপরীতে পণ্য/সেবা সরবরাহ করে এমন সকল ব্যক্তি/প্রতিষ্ঠান
৩. আমদানি-রপ্তানি ব্যবসায় নিয়োজিত ব্যক্তি/প্রতিষ্ঠান
৪. সাধারণ আদেশ নং ১৭ অনুসারে উল্লেখিত পণ্য উৎপাদনকারী/সেবা প্রদানকারী/ব্যবসায়ী পর্যায়ে সরবরাহকারী/সুপারশপ ও শপিংমলে অবস্থিত দোকানসমূহ/সিটি কর্পোরেশন ও জেলা শহরে অবস্থিত প্রতিষ্ঠানসমূহ (বিস্তারিত জানতে সাধারণ আদেশ নং ১৭ দেখুন অথবা নিচের ৩টি টেবিলে দেখুন)
টেবিল-১
শিরোনামা সংখ্যা (Heading No.) | সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) | পণ্য |
০৪.০১-০৪.০৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | মিল্ক পণ্য |
১১.০৮ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | স্টার্চ |
১৩.০১,১৩.০২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | গম |
১৭.০২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | গ্লুকোজ/ডেক্সট্রোজ |
১৭.০৩ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | মোলাসেস |
১৭.০৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | লজেন্স, চুইংগাম |
১৮.০৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | চকলেট |
১৯.০২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | নুডুলস ও অন্যান্য খাদ্য সামগ্রী |
১৯.০৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | বিস্কুট, চানাচুর ও অন্যান্য খাদ্য সামগ্রী |
২০.০৭ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | জ্যাম ও জেলি |
২১.০৩,২১.০৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | আচার, সস |
২৫.০৭ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | চায়না ক্লে |
২৫.২১-২৫.২২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | লাইম |
২৫.১৫.৬৮.০২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | মার্বেল স্টেন |
২৮.২৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | লেড অক্সাইড |
২৮.৩৩,৩৩.০৭ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | এলাম |
২৮.৩৯ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সোডিয়াম সিলিকেট |
২৯.০৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | গ্লিসারিন |
২৯.১৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | এসিটিক এসিড |
২৯.৩৩ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | মেলামাইন |
৩০.০১ হইতে ৩০.০৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | এন্টিসেপটিক, ডিসইনফেকট্যান্ট ও ঔষধ |
৩২.০৭ হইতে ৩২.১২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | পিগমেন্টস, ভার্নিসেস ও পলিসেস |
৩২.১৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সকল প্রকাল ইঙ্ক |
৩৪.০১ হইতে ৩৪.০২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | তরল সাবানসহ সকল প্রকার সাবান |
৩৪.০২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | ডিটারজেন্ট |
৩৬.০৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | দিয়াশলাই |
৩৮.০৮ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | মশার কয়েল |
৩৯.২১ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | ফোম |
৩৯.২৩ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | পিভিসি পাইপ/প্লাস্টিক কন্টেইনার |
৩৯.২৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | প্লাস্টিক পণ্য |
৪০.১১,৪০.১৩ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | টায়ার টিউব |
৪০.১৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | রাবার প্রোডাক্ট |
৪২.০২,৬৪.০৩ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | চামড়াজাত পণ্য |
৪৪.০৯-৪৪.২১ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | কাঠের পণ্য |
৪৪.১০ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | পাটিক্যাল বোর্ড |
৪৮.১৮ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | টয়লেট পেপার/টিস্য পেপার/স্যানিটারি ন্যাপকিন |
৪৮.১৯ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | প্যাকেজিং ম্যাটেরিয়ালস |
৫১.০৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | উলেন ফেবিক্স |
৫২.০৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | কটন ইয়ার্ন |
৫২.০৮ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | কটন ফেব্রিক্স |
৫৪.০৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সিনথেটিক ফাইবার |
৫৬.০৭ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | নাইলন কর্ড |
৫৬.০৮ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | ফিশিং নেট |
৫৯-৬২ চ্যাপ্টারভুক্ত | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | নিটেড এন্ড ক্রোচড ফেব্রিক্স/সকস/রেডিমেড গার্মেন্টস |
৬৮.০৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সেন্ড পেপার |
৬৮.১১ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | এসবেস্টস |
৬৯.০১ হইতে ৬৯.০৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সকল প্রকার ইট |
৬৯.০৩ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | কার্বন রড |
৬৯.০৫ হইতে ৬৯.১৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সকল প্রকার সিরামিক এবং পোরসেলিনের তৈরী পণ্য |
৭০.১৩ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | গ্লাসওয়্যার |
৭২.০৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | স্ক্র্যাপ |
৭২.১০ হইতে ৭৩.২৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সকল প্রকার এম এস প্রডাক্ট |
৭৩.২০ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | লিফ স্প্রিং |
৭৩.২৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সেনিটারি ওয়্যার |
৭২.১৮ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | স্টীল ইনগট |
৭২.২৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | স্টেইনলেস স্টীল |
৭৩.১৭, ৭৪.১৫, ৭৬.১৬, ৭৯, ০৭ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | নেইলস |
৭৪.০৮-৭৬.০৫ ৮৫.৪৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | কপাল এন্ড এ্যালুমিনিয়াম ওয়্যার |
৭৬.০৪-৭৬.০৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | এ্যালুমিনিয়াম ফিটিংস |
৭৬.০৭ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | এ্যালুমিনিয়াম ফয়েল |
৭৮.০১ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | লেড ইনগট |
৮২.০৮ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | ব্লেড |
৮৩.১১ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | ওয়েল্ডিং ইলেক্ট্রোড |
৮৪.১৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | বৈদ্যুতিক পাখা ও উহার যন্ত্রাংশ |
৮৪.১৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | গ্যাস বার্নার |
৮৫.০৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | ইলেক্ট্রিক ট্রান্সফর্মার |
৮৫.০৬,৮৫.০৭ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | ড্রাইসেল ব্যাটারি ও স্টোরেজ ব্যাটারি |
৮৫.০৭ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | ব্যাটারি সেপারেটর |
৮৫.২৮ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | টেলিভিশন |
৮৫.৩৯ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | বৈদ্যুতিক বাল্ব |
৮৭.১৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | বাইসাইকেল পার্টস |
টেবিল-২
শিরোনামা সংখ্যা | সেবার কোড | সেবা প্রদানকারী |
S০০১ | S০০১.১০ | হোটেল (প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতির ক্ষেত্র ব্যতীত) |
S০০১.২০ | রেস্তোরাঁ (প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতির ক্ষেত্র ব্যতীত) | |
S০০২ | S০০২.০০ | ডেকোরেটরস ও ক্যাটারার্স |
S০০৩ | S০০৩.১০ | মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ |
S০০৩.২০ | ডক ইয়ার্ড | |
S০০৪ | S০০৪.০০ | নির্মাণ সংস্থা |
S০০৫ | S০০৫.১০ | পণ্যাগার |
S০০৫.২০ | বন্দর | |
S০০৭ | S০০৭.০০ | বিজ্ঞাপনী সংস্থা |
S০০৮ | S০০৮.১০ | ছাপাখানা |
S০০৯ | S০০৯.০০ | নিলামকারী সংস্থা |
S০১০ | S০১০.১০ | ভূমি উন্নয়ন সংস্থা |
S০১০.২০ | ভবন নির্মাণ সংস্থা | |
S০১২ | S০১২.২০ হইতে S০১২.১৪ | টেলিফোন, টেলিপ্রিন্টার, টেলেক্স, ফ্যাক্স বা ইন্টারনেট সংস্থা |
S০১২.২০ | সীমকার্ড সরবরাহকারী | |
S০১৩ | S০১৩.০০ | যান্ত্রিক লন্ড্রি |
S০১৪ | S০১৪.০০ | ইনডেন্টিং সংস্থা |
S০১৫ | S০১৫.১০ | ফ্রেইড ফরোয়াডার্স |
S০১৫.২০ | ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং সংস্থা | |
S০১৭ | S০১৭.০০ | কমিউনিটি সেন্টার |
S০১৮ | S০১৮.০০ | চলচ্চিত্র স্টুডিও |
S০২০ | S০২০.০০ | জরিপ সংস্থা |
S০২১ | S০২১.০০ | প্ল্যান্ট বা মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থা |
S০২২ | S০২২.০০ | মিষ্টান্ন ভান্ডার |
S০২৩ | S০২৩.১০ | চলচ্চিত্র প্রদর্শক (প্রেক্ষাগৃহ) |
S০২৩.২০ | চলচ্চিত্র পরিবেশক | |
S০২৪ | S০২৪.১০ | আসবাবপত্র উৎপাদক |
S০২৪.২০ | আসবাবপত্রের বিপণন কেন্দ্র | |
S০২৬ | S০২৬.০০ | স্বর্ণকার ও রৌপ্যকার এবং স্বর্ণের ও রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাকাকারী |
S০২৭ | S০২৭.০০ | বীমা কোম্পানি (প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতির ক্ষেত্রে প্রযোজ্য) |
S০২৮ | S০২৮.০০ | কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিস |
S০৩০ | S০৩০.০০ | বিউটি পার্লার |
S০৩২ | S০৩২.০০ | কনসালটেন্সি ফার্ম ও সুপারভাইজার ফার্ম |
S০৩৩ | S০৩৩.০০ | ইজারাদার |
S০৩৪ | S০৩৪.০০ | অডিট এন্ড একাউন্টিং ফার্ম |
S০৩৫ | S০৩৫.০০ | শিপিং এজেন্ট |
S০৩৬ | S০৩৬.১০ | শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকূল বাস সার্ভিস |
S০৩৬.২০ | শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকূল লঞ্চ সার্ভিস | |
S০৩৬.৩০ | শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকূল রেলওয়ে সার্ভিস | |
S০৩৭ | S০৩৭.০০ | যোগানদার (প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতির ক্ষেত্র ব্যাতিত) |
S০৩৮ | S০৩৮.০০ | বিদেশি শিল্পী সহযোগে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক |
S০৩৯ | S০৩৯.১০ | স্যাটেলাইট ক্যাবল অপারেটর |
S০৩৯.২০ | স্যাটেলাইট চ্যানেল ডিস্ট্রিবিউটর | |
S০৪০ | S০৪০.০০ | সিকিউরিটি সার্ভিস |
S০৪৩ | S০৪৩.০০ | টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী |
S০৪৬ | S০৪৬.০০ | হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার |
S০৪৭ | S০৪৭.০০ | খেলাধুলার আয়োজক |
S০৪৮ | S০৪৮.০০ | পরিবহন ঠিকাদার (খাদ্যশস্য পরিবহন ব্যতীত) |
S০৪৯ | S০৪৯.০০ | যানবাহন ভাড়া প্রদানকারী |
S০৫০ | S০৫০.১০ | আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার বা ইন্টেরিয়র ডেকোরেটর |
S০৫০.২০ | গ্রাফিক ডিজাইনার | |
S০৫১ | S০৫১.০০ | ইঞ্জিনিয়ারিং ফার্ম |
S০৫২ | S০৫২.০০ | শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী |
S০৫৩ | S০৫৩.০০ | বোর্ড সভায় যোগদানকারী |
S০৫৪ | S০৫৪.০০ | উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী |
S০৫৬ | S০৫৬.০০ | ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী |
S০৫৭ | S০৫৭.০০ | বিদ্যুৎ বিতরণকারী (সেচকাজে এবং হিমাগার সেবার সরবরাহ ব্যতীত) |
S০৫৮ | S০৫৮.০০ | চার্টাড বিামন বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী সংস্থা |
S০৫৯ | S০৫৯.০০ | গ্লাসশটি প্রলেপকারী প্রতিষ্ঠান |
S০৬০ | S০৬০.০০ | নিলামকৃত পণ্যের ক্রেতা |
S০৬১ | S০৬১.০০ | ক্রেডিট কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান |
S০৬২ | S০৬২.০০ | অর্থ বিনিময়কারী (মানি চেঞ্জার) প্রতিষ্ঠান |
S০৬৩ | S০৬৩.০০ | শীতাতপ নিয়ন্ত্রিত টেইলারিং শপ ও টেইলার্স |
S০৬৪ | S০৬৪.১০ | এ্যামিউমেন্ট পার্ক ও থিম পার্ক |
S০৬৪.২০ | পিকনিক স্পট, শ্যুটিং স্পট | |
S০৬৫ | S০৬৫.০০ | ভবন, মেঝে ও অংগন পরিষ্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা |
S০৬৬ | S০৬৬.০০ | লটারির টিকিট বিক্রয়কারী |
S০৬৭ | S০৬৭.০০ | ইমিগ্রেশন উপদেষ্টা |
S০৬৮ | S০৬৮.০০ | কোচিং সেন্টার |
S০৭১ | S০৭১.০০ | অনুষ্ঠান আয়োজক |
S০৭২ | S০৭২.০০ | মানব সম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান |
S০৭৪ | S০৭৪.০০ | স্থান বা স্থাপনা ভাড়া গ্রহনকারী |
S০৭৬ | S০৭৬.০০ | সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব |
S০৭৮ | S০৭৮.০০ | তৈরি পোশাক বিপণন |
S০৮০ | S০৮০.০০ | রাইড শেয়ারিং |
S০৯৯ | S০৯৯.১০ | তথ্য প্রযুক্তি নির্ভর সেবা |
S০৯৯.৩০ | স্পন্সরশীপ সেবা | |
S০৯৯.৫০ | ক্রেডিট রেটিং এজেন্সি | |
S০৯৯.৬০ | অনলাইনে পণ্য বিক্রয় |
টেবিল-৩
শিরোনামা সংখ্যা (Heading No.) | সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) | পণ্য |
---|---|---|
২৫.২৩ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সিমেন্ট |
৬৯.০৫ হইতে ৬৯.১৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সখল প্রকার সিরামিক এবং পোরসেলিনের তৈরি পণ্য |
৭০.১০ হইতে ৭০.১২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | জিপি শীট/সিআই শীট |
৭২.১৩ হইতে ৭২.১৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | এমএস প্রোডাক্ট |
৭৩.২৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সেনিটারিওয়্যার |
৮৪.১৫, ৮৪.১৬, ৮৫.০৯, ৮৫.১৬, ৮৫.২৮, ৮৫.২৯ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | এয়ারকন্ডিশনার, রেজ্রিজারেটর, টেলিভিশন সহ সকল প্রকার ইলেকট্রিক ও ইলেক্ট্রনিক্স ইলেকট্রনিক্স পন্য সামগ্রী |
যাদের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক নয়
১. যাদের বার্ষিক বিক্রয়মূল্য ৫০ লক্ষ টাকার কম এবং উপরে উল্লেখিত ব্যবসায়ের প্রকৃতির সাথে সংশ্লিষ্ট নয়
২. প্রথম তফসিলে উল্লেখিত ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও সেবাসমূহ
কিভাবে ভ্যাট নিবন্ধন করতে হয় জানতে নিচের লেখাটি পড়ুন