Site icon Chartered Journal

মূসক নিবন্ধিত প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানে প্রধান আবশ্যিক কি কি দলিলাদি ও চালানপত্র সংরক্ষণ করবেন?

mandatory documents for VAT Registered Organization

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী যেসকল প্রতিষ্ঠানের জন্য মূসক নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে, সে সকল প্রতিষ্ঠানকে তার কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য বিভিন্ন ধরনের দলিলাদি ও চালানপত্র সংরক্ষণ করতে হয়।

মূসক নিবন্ধিত প্রতিষ্ঠান আবশ্যিক দলিলাদি সংরক্ষণের তালিকা

(ক) মূসক ২.৩ মূসক নিবন্ধন সনদপত্র

(খ) মূসক ৪.৩ উপকরণ উৎপাদ সহগ

(গ) মূসক ৬.১ ক্রয় হিসাব পুস্তক

(ঘ) মূসক ৬.২ বিক্রয় হিসাব পুস্তক

(ঙ) মূসক ৬.৩ কর চালান পত্র

(চ) মূসক ৬.৪ চুক্তিভিত্তিক উৎপাদনের চালানপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

(ছ) মূসক ৬.৫ কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের পন্য স্থানান্তর চালানপত্র প্রযোজ্য ক্ষেত্রে

(জ) মূসক ৬.৭ ক্রেডিট নোট

(ঝ) মূসক ৬.৮ ডেভিড নোট

(ঞ) মূসক ৯.১ মূসক দাখিলপত্র

(ট) অন্যান্য বানিজ্যিক দলিলাদি

মূসক সংক্রান্ত সকল ভ্যাট ফরম ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন

মূসক নিবন্ধিত প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানে রেকর্ড পত্র এবং হিসাবপত্র কত বৎসর সংরক্ষণ করবেন?

ধারা ১০৭ অনুযায়ী নিবন্ধিত ব্যক্তির করদায় এবং অন্যান্য দায়দেনা নিরূপণের সুবিধার্থে ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত নির্ধারিত উপায় ও পদ্ধতিতে করদাতা তাহার অর্থনৈতিক কার্যক্রমের হিসাবাদি, দলিলপত্র এবং অন্যান্য রেকর্ডপত্র সংরক্ষণ করিবেন।

তবে অনিস্পন্ন কোন বিষয় হলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংরক্ষণ করবেন।

Exit mobile version