Site icon Chartered Journal

যেসকল পণ্য আমদানিতে এলসি মার্জিন হার নির্ধারণ করা যাবে

Bangladesh-Bank-Circular

বর্তমানে বাংলাদেশে ডলার সংকটের কারণে পণ্য আমদানিতে পূর্ণ নগদ মার্জিনের টাকা জমা দিয়ে ব্যাংকে এলসি খোলার নির্দেশনা দেওয়া হয়েছিলো। তবে বাংলাদেশ ব্যাংক সেই নির্দেশনা কিছুটা শিথিল করেছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ক্ষেত্রে আমদানিকারকের কতিপয় পণ্য আমদানিতে ব্যাংকার ও গ্রাহক সমঝতার ভিত্তিতে এলসি মার্জিন হার নির্ধারনের সুযোগ দেওয়া হয়েছে। ২০শে জুন ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যাংক সার্কুলারে এই বিশেষ সুবিধার ঘোষণা দেওয়া হয়।

যেসকল পণ্য আমদানিতে এলসি মার্জিন হার নির্ধারণ করা যাবে

কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প/ব্যবসা (সিএমএসএমই) খাতের বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক আমদানিকৃত কতিপয় গুরুত্বপূর্ণ পণ্য সংশ্লিষ্ট খাতের ব্যবসা প্রসারের জন্য অত্যাবশ্যকীয় যা অর্থনৈতিক গতিপরবাহ বৃদ্ধিসহ কর্মসংস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রাখে । সে বিবেচনায় সিএমএসএমই ও অন্যন্য খাতের বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক আমদানিকৃত নিম্নোক্ত পণ্যসমূহের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে আমদানি ঋণপত্র স্থাপনে নগদ মার্জিন সংরক্ষণের হার নির্ধারণ করা যাবে মর্মে নির্দেশনা প্রদান করা যাচ্ছে:

(কে) শিল্প সংশ্লিষ্ট মেশিনারিজের খুচরা যন্ত্রাংশ;

(খ) টেক্সটাইলের কাঁচামাল, রাসায়নিক ও আনুষজিক পণ্য;

(গ) প্লাস্টিক ও প্যাকেজিং আইটেম ও এর কাঁচামাল;

(ঘ) চিকিৎসা সংশ্লিষ্ট সরঞ্জাম, আনুষঙ্গিক ও রিএজেন্ট;

(উ) ইউপিএস/আইপিএস এর যন্ত্রাংশ ও আনুষঙ্গিক পণ্য;

(চ) নিরাপত্তা সংশ্লিষ্ট পণ্য;

(ছ) নির্মাণ সংশ্লিষ্ট স্থানীয়ভাবে প্রস্তুতকৃত পণ্যের সম্পূরক হার্ডওয়্যার পণ্য, স্টিল শিট, এইচ-বিম ইত্যাদি;

(জ) কম্পিউটার/ল্যাপটপ ও এর যন্ত্রাংশ;

(ঝ) তথ্য-যোগাযোগ প্রযুক্তি, ইন্টারনেট, সাইবার নিরাপত্তা সংশিষ্ট হার্ডওয়্যার পণ্য;

(ঞ্) যানবাহনের খুচরা যন্ত্রাংশ, টায়ার, টিউব ও এতদসংক্রন্ত অন্যান্য আনুষঙ্গিক পণ্য ।

আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিন সংরক্ষণ সংক্রান্ত সার্কুলারটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

Exit mobile version