Site icon Chartered Journal

TIN থাকলেই কি রিটার্ন দাখিল বাধ্যতামূলক?

TIN Certificate

বিভিন্ন কারণেই আজকাল TIN সার্টিফিকেট নিয়ে থাকেন। এদের অনেকেরেই আয় করযোগ্য সীমা অতিক্রম করে না। তাই সবারই একটা সাধারণ প্রশ্ন থাকে, TIN থাকলেই কি রিটার্ন দাখিল বাধ্যতামূলক কিনা। আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৭৫ ধারায় বলা হয়েছে কাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক। আপনি যদি সেই বাধ্যতামূলক তালিকার অন্তর্ভুক্ত হন তো আপনাকে ৩০শে নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে।

রিটার্ন না দিলে আপনার সংশ্লিষ্ট আয়কর সার্কেলে নোটিশ করতে হবে। তবে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে না পারার যৌক্তিক কারণ থাকলে সমস্য হয় না। অন্যথায় জরিমানা হয়।

Exit mobile version