সারচার্জ কি?
ব্যক্তি-করদাতা (assessee being individual) এর ক্ষেত্রে, Income-tax Ordinance, 1984 (Ord. No. XXXVI of 1984) এর section 80 অনুযায়ী পরিসম্পদ, দায় ও খরচের বিবরণী (statement of assets, libilities and expenses) তে প্রদর্শনযোগ্য নীট সম্পদের পরিমাণ ৩ কোটি টাকা বা নিজ নামে একের অধিক মোটর গাড়ি বা কোন সিটি কর্পোরেশন এলাকায় মোট ৮,০০০ বর্গফুটের অধিক আয়তনের গৃহ-সম্পত্তি থাকলে তাকে প্রদেয় আয়করের পরিমানের উপর নির্ধারিত হারে সারচার্জ প্রদান করতে হয়।
সারচার্জ হার
অর্থ আইন, ২০২০ এ উল্লেখিত ব্যক্তি-করদাতা সারচার্জ ২০২০-২০২১ হার নিম্নরুপ:
সম্পদ | সারচার্জের হার | নুন্যতম সারচার্জ |
---|---|---|
(ক) নীট পরিসম্পদের মূল্যমান তিন কোটি পঁচিশ পর্যন্ত | শুন্য | শুন্য |
(খ) নীট পরিসম্পদের মূল্যমান তিন কোটি টাকার অধিক কিন্তু পাঁচ কোটি টাকার অধিক নয় বা, নিজ নামে একের অধিক মোটর গাড়ি বা, কোন সিটি কর্পোরেশন এলাকায় মোট ৮,০০০ বর্গফুটের অধিক আয়তনের গৃহ-সম্পত্তি | ১০% | ৩,০০০ |
(গ) নীট পরিসম্পদের মূল্যমান পাঁচ কোটি টাকার অধিক কিন্তু দশ কোটি টাকার অধিক নয় | ১৫% | ৩,০০০ |
(ঘ) নীট পরিসম্পদের মূল্যমান দশ কোটি টাকার অধিক কিন্তু পনের কোটি টাকার অধিক নয় | ২০% | ৫,০০০ |
(ঙ) নীট পরিসম্পদের মূল্যমান পনের কোটি টাকার অধিক কিন্তু বিশ কোটি টাকার অধিক নয় | ২৫% | ৫,০০০ |
(চ) নীট পরিসম্পদের মূল্যমান বিশ কোটি টাকার অধিক যেকোন অংক | ৩০% | ৫,০০০ |
তবে শর্ত থাকে যে, যেইসব করদাতার নীট পরিসম্পদ ৫০ কোটি টাকা বা উহার উর্ধ্বে, সেইসব করদাতার সারচার্জ এর পরিমাণ হবে উক্ত করদাতার নীট পরিসম্পদের ০.১% অথবা আয়কর প্রযোজ্য এইরুপ আয়ের উপর প্রযোজ্য আয়করের উপর ৩০% হারে প্রদেয় সারচার্জ, এই দুইটির মধ্যে যেটি বেশি।
রেট, বিড়ি, জর্দ্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক করদাতার উক্ত ব্যবসায় হতে অর্জিত আয়ের উপর ২.৫% হাওে সারচার্জ প্রদেয় হবে।
সিগারেট, বিড়ি, জর্দ্দা, গুলসহ যে কোন তামাকজাত পণ্য প্রস্তুতকারক কোন ব্যক্তি-করদাতার নীট পরিসম্পদের মূল্যমান দুই কোটি পঁচিশ লক্ষ টাকা অতিক্রম করলে তাকে নীট সম্পদের ভিত্তিতে প্রদেয় সারচার্জ এবং তার উক্ত ব্যবসায় হতে অর্জিত আয়ের উপর ২.৫% হারেও সারচার্জ উভয়টি পরিশোধ করতে হবে।