Site icon Chartered Journal

আয়বর্ষ বলতে কি বোঝায়?

Income Year

আয়কর আইনে আয়বর্ষ ও করবর্ষ দুইটি আলাদা। করদাতার আয়বর্ষ শেষ হওয়ার পরে তার করবর্ষ শুরু হয়। সাধারণ করদাতা বা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য আয়বর্ষ যে বছরে আয় হয় সেই বছরের ১লা জুলাই হতে পরবর্তী বছরের ৩০শে জুন পর্যন্ত সময়। তবে কোন নতুন প্রতিষ্ঠান গঠন হলে অথবা কোন প্রতিষ্ঠান বিলুপ্তি হতে গেলে তার আয়বর্ষ কি হবে সবকিছুই আয়কর আইন ২০২৩ এর ধারা ২(১৫) তে উল্লেখ করা হয়েছে। এছাড়া ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়বর্ষ ভিন্ন।

নতুন ব্যবসা প্রতিষ্ঠানের আয়বর্ষ কবে থেকে শুরু হবে?

কোনো ব্যবসা প্রথম শুরুর তারিখ হইতে পরবর্তী জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত সময় নতুন প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের আয়বর্ষ।

আবার প্রতিষ্ঠিত কোন প্রতিষ্ঠান যার নুতনভাবে কোনো আয়ের উদ্ভব ঘটলে যে তারিখ হতে তাহা শুরু হয়েছে সেই তারিখ হতে শুরু করিয়া পরবর্তী জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত সময়, সেই প্রতিষ্ঠানের আয়বর্ষ।

কোন কোম্পানির বিলুপ্তি হলে তার আয়বর্ষ কি হবে?

জুলাই মাসের প্রথম দিন হতে শুরু করিয়া কোনো ব্যবসা সমাপ্তির তারিখ বা, ক্ষেত্রমত, অনিগমিত কোনো সংস্থার বিলুস্তি বা কোনো কোম্পানির অবসানের তারিখ পর্যন্ত সময় হচ্ছে উক্ত কোম্পানির আয়বর্ষ।

আবার অংশীদারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়বর্ষ, জুলাই মাসের প্রথম দিন হইতে শুরু করিয়া অনিগমিত কোনো সংস্থার অংশীদারের অবসর ৰা মৃত্যুর তারিখ পর্যন্ত সময়। তবে, অনিগমিত কোনো সংস্থার অংশীদারের অবসর বা মৃত্যুর তারিখের অব্যবহিত পরবর্তী তারিখ হইতে উক্ত অনিগমিত সংস্থার অপর কোনো অংশীদারের অবসর ৰা মৃত্যুর তারিখ বা, ক্ষেত্রমত, উক্ত অবসর বা মৃত্যুর তারিখের অব্যবহিত পরবর্তী জুন মাসের ৩০ তারিখ।

ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠানের আয়বর্ষ কি হবে?

কোনো ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠান বা উহার (কোনো সহযোগী সংগঠনের ক্ষেত্রে আয়বর্ষ সংশিষ্ট বংসরের জানুয়ারি মাসের প্রথম দিন হইতে শুরু করিয়া পরবর্তী ১২ (বারো) মাস।

তবে শর্ত থাকে যে, বাংলাদেশের বাহিরে নিগমিত (কোনো মুল কোম্পানির সহযোগী কোম্পানি, সহযোগী কোম্পানির সহযোগী কোম্পানিসহ, বা উহার কোনো হোল্ডিং কোম্পানি বা উহার কোনো ব্রাঞ্চ, রিপ্রেজেন্টেটিভ বা লিয়াজৌ অফিসের ক্ষেত্রে, যদি উক্তরুপ কোম্পানি উহার হিসাব মুল কোম্পানির হিসাবের সহিত সমন্বয় করিবার উদ্দেশ্যে ভিন্ন কোনো আয়বর্ষ অনুসরণ করিবার অভিপ্রায় ব্যক্ত করে, তাহা হলে, উপকর কমিশনারের অনুমোদনক্রমে, পৃথক (কোনো ১২ (বোরো) মাস আয়বর্ষ হিসাবে গণ্য হইতে পারবে।

Exit mobile version