Site icon Chartered Journal

আয়কর রিটার্ন দাখিল বর্ধিত সময় মঞ্জুরের আবেদন ফরম

income tax return time extension form

আয়কর আইন ২০২৩ অনুযায়ী করদিবসের পরে করদাতারা আয়কর রিটার্ন দাখিল বর্ধিত সময় মঞ্জুরের সুযোগ নাই। তাই এই লেখাটা বর্তমানে প্রযোজ্য নয়।

নির্ধারিত সময়ের মধ্যে কোন করদাতা রিটার্ন দাখিল করা সম্বব না হলে করদাতা রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য বিধি নির্ধারিত ফরমে উপযুক্ত কারণ উল্লেখপূর্বক কর কমিশনারের কাছে সময়ের আবেদন করতে পারবেন। সময় মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা যাবে। সময় মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে সাধারণ অথবা সার্বজনিন স্বনির্ধারনী পদ্ধতির আওতায় রিটার্ন দাখিল করা যাবে। সময় বৃদ্ধির আবেদন ফরম ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

Exit mobile version