Site icon Chartered Journal

আয়কর পরিপত্র ২০২৩-২০২৪ Income Tax Paripatra 2023-2024

Income Tax Paripatra 2023-2024

আয়কর আইন, ২০২৩; অর্থ আইন, ২০২৩; উৎসে কর বিধিমালা, ২০২৩ এবং বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে আয়করের ক্ষেত্রে আনীত পরিবর্তন সম্পর্কিত স্পষ্টিকরণ এর জন্য আয়কর পরিপত্র ২০২৩-২০২৪ (Income Tax Paripatra 2023-2024) প্রকাশিত হয়।

২২ জুন ২০২৩ তারিখে আয়কর আইন, ২০২৩ এর গেজেট প্রকাশিত হয়। অর্থ আইন, ২০২৩, এর মাধ্যমে আয়কর ও সারচার্জের হার নির্ধারণ এবং ভ্রমণ কর আইন, ২০০৩ এ প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। অধিকন্তু, উৎসে কর বিধিমালা, ২০২৩ এর মাধ্যমে বিভিন্ন উৎসে করহার পুনঃনির্ধারণ করা হয়েছে। অর্থ আইন, ২০২৩; নূতন প্রবর্তিত আয়কর আইন, ২০২৩; উৎসে কর বিধিমালা, ২০২৩ ও সময়ে সময়ে জারিকৃত প্রজ্ঞাপনসমূহের যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট বিধি বিধানসমূহ করদাতাগণকে সহজভাবে অবহিতকরণের লক্ষ্যে উল্লেখযোগ্য বিষয়সমূহ নিম্নে ব্যাখ্যা ও উদাহরণসহ উপস্থাপন করিয়া আয়কর পরিপত্র ২০২৩-২০২৪ প্রকাশিত হয়েছে।

আয়কর পরিপত্র ২০২৩-২০২৪ (Income Tax Paripatra 2023-2024) ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

Exit mobile version