উন্নয়নের মূল চালিকা শক্তি তথা কর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন, কর সেবা সহজীকরণ এবং প্রায়োগিকভাবে কর আইনকে যুগপোযোগী করার প্রয়াসে জাতীয় রাজন্ব বোর্ড সময়ে সময়ে কর পরিপালন সংক্রান্ত বিধি-বিধানের প্রয়োজনীয় পরিমার্জন ও সংশোধন করে থাকে। ২০২২-২০২৩ অর্থ বৎসরের বাজেট কার্যক্রমের মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনীত পরিবর্তনসমূহ সহজবোধ্য ভাষায় উপস্থাপন করে জাতীয় রাজস্ব বোর্ড বরাবরের মতো এ বারেও সম্মানিত করদাতাদের জন্য “আয়কর নির্দেশিকা” (Income Tax Nirdeshika) প্রকাশ করছে।
এ নির্দেশিকায় করদাতাগণ কর ব্যবস্থার মৌলিক বিষয়াদি, যেমন- টিআইএন রেজিস্ট্রেশন, আয়কর রিটার্ন ফরম পূরণ, মোট আয় নিরূপণ, করদায় ও সারচার্জ পরিগণনা এবং অগ্রিম করের ক্রেডিটসহ কর পরিপালন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সম্পর্কে ধারণা পাবেন। ব্যক্তি-শ্রেণির করদাতাদের বিভিন্ন খাতের আয় বিবেচনায় নিয়ে পর্যান্ত উদাহরণের মাধ্যমে করযোগ্য আয় নিরুপণ ও প্রদেয় কর নির্ধারণ পদ্ধতি সহজে উপস্থাপন করা হয়েছে।
ডাউনলোড আয়কর নির্দেশিকা ২০২২-২০২৩
Income Tax Nirdeshika 2022-2023
আয়কর নির্দেশিকা ২০২২-২০২৩ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন