Site icon Chartered Journal

আয়কর নির্দেশিকা ২০২১-২০২২

Income Tax Nirdeshika_2021-2022

কর সংস্কৃতির বিকাশ এবং সাধারণ করদাতাদের কর পরিপালন সহজীকরণে জাতীয় রাজন্ব
বোর্ড বদ্ধপরিকর। করসেবা প্রদানের মাধ্যমে কর পরিপালন নিশ্চিত করা বোর্ডের অন্যতম
লক্ষ্য। এ ধারাবাহিকতায় ব্যক্তি-শ্রেণির করদাতাদের নিকট আয়কর সংক্রান্ত বিধানাবলি
সহজে উপস্থাপনের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর নির্দেশিকা ২০২১-২০২২ প্রকাশ
করেছে।

এ নির্দেশিকায় করদাতাগণ কর ব্যবস্থার মৌলিক বিষয়াদি, যেমন- টিআইএন রেজিস্ট্রেশন,
আয়কর রিটার্ন ফরম পূরণ, মোট আয় নিরূপণ, করদায় ও সারচার্জ পরিগণনা এবং অগ্রিম
করের ক্রেডিটসহ কর পরিপালন সংশ্লিষ্ট গুরুত্পূর্ণ বিষয়সমুহ সম্পর্কে ধারণা পাবেন। ব্যক্তি-
শ্রেণির করদাতাদের বিভিন্ন খাতের আয় বিবেচনায় নিয়ে পর্যাপ্ত উদাহরণের মাধ্যমে
করযোগ্য আয় নির্ধারণ ও প্রদেয় কর নির্ধারণ সহজে উপস্থাপন করা হয়েছে।

আয়কর নির্দেশিকা ২০২১-২০২২ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

Exit mobile version