Site icon Chartered Journal

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার নিয়ম

how to open bkash personal retail account

বিকাশ বাংলাদেশের সর্বাধিক ব্যবহৃত মোবাইল ব্যাংকিং সেবা। বর্তমানে ব্যক্তিগত লেনদেনের পাশাপাশি ব্যবসায়িক প্রয়োজনে বিকাশ ব্যবহৃত হয়ে থাকে। তাই ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায়িক লেনদেন সুবিধার জন্য বিকাশ নিয়ে এসেছে বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট, যার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের প্রতিদিনের লেনদেনসমূহ আরও সহজ ও স্বল্পব্যয়ে করতে সক্ষম হবেন। বিশেষত যারা বর্তমানে বিভিন্ন অনলাইন ব্যবসা করে থাকেন তাদের গ্রাহকদের নিকট থেকে পেমেন্ট গ্রহণে বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট ব্যবহার করতে পারেন।

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট কি, এই একাউন্টের সুবিধাসমূহ, একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস ও একাউন্ট খোলার প্রক্রিয়া; সববিষয়ে আজকের লেখায় জানতে পারবেন।

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট কি?

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট হলো বিকাশের একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট যা ক্ষুদ্র ব্যবসায়ী, ভাসমান উদ্যোক্তা এবং অনলাইন ভিত্তিক উদ্যোক্তাদের জন্য প্রযোজ্য। এই একাউন্টের মাধ্যমে একজন ব্যবসায়ী তার ব্যবসার জন্য পেমেন্ট গ্রহণ করতে পারে, যেমন- পণ্য বিক্রির বিনিময়ে, সেবা প্রদানের বিনিময়ে, বা অন্য কোনো কারণে।

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্টের সুবিধাসমূহ কি কি?

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট এর সুবিধাসমূহ হলাে –

কারা বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্টের রেজিস্ট্রেশন করতে পারবেন?

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার জন্য আবেদনকারীকে নিম্নলিখিত নিয়ম ও শর্তাবলী পূরণ করতে হবে:

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খুলতে যা যা প্রয়োজন

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার জন্য যা যা প্রয়োজন –

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার নিয়ম

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার জন্য নিচের সকল ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করুন:

ধাপ-১: নিয়ম ও শর্তসমূহ সম্মতি

১. বিকাশ ওয়েবসাইট থেকে ‘বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট‘ -এ ক্লিক করুন।

২. নিয়ম ও শর্তসমূহে সম্মতি দিয়ে আবেদন করুন

৩. যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান, তা দিন; এবং অপারেটর সিলেক্ট করুন এবং নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন।

৪. বিকাশ আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। এসএমএস এ আসা ‘রেজিস্ট্রেশন ভেরিফিকেশন কোড’ দিয়ে মোবাইল নাম্বার যাচাই করুন।

ধাপ-২: ব্যক্তিগত তথ্য দিন

১. আপনার নাম, জন্মতারিখ, লিঙ্গ, ঠিকানা ইত্যাদি তথ্য প্রদান করুন।
২. আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রদান করুন।
৩. আপনার মোবাইল নাম্বারের মালিকানার প্রমাণপত্র প্রদান করুন।

ধাপ-৩: ব্যবসায় সংক্রান্ত তথ্য দিন

১. আপনার ব্যবসার নাম, ধরন, ঠিকানা ইত্যাদি তথ্য প্রদান করুন।
২. আপনার ব্যবসার ট্রেড লাইসেন্সের তথ্য প্রদান করুন (প্রযোজ্য ক্ষেত্রে)।

ধাপ-৪: নমিনির তথ্য দিন

১. আপনার নমিনির নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি তথ্য প্রদান করুন। (আপনার পিতা/মাতা, ভাই/বোন, স্বামী/স্ত্রী অথবা ছেলে/মেয়ে/অন্যান্য যার বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব তারা নমিনি হতে পারবেন।)

ধাপ-৫: ছবি ও প্রমাণপত্র আপলোড করুন

১. আপনার একটি সেলফি তুলুন এবং আপলোড করুন।
২. আপনার ব্যবসার প্রয়োজনীয় ছবি বা স্ক্রিনশট আপলোড করুন।

ধাপ-৬: আবেদন জমা দিন

১. সব তথ্য সঠিকভাবে পূরণ করে “সাবমিট” বোতামে ক্লিক করুন।

ধাপ-৭: আবেদন প্রক্রিয়া সম্পন্ন

এরপর আবেদন আইডি সহ একটি অভিনন্দন বার্তা পাবেন। আবেদন আইডি দিয়ে আপনার আবেদন এর স্ট্যাটাস দেখতে পারবেন। রেজিস্ট্রেশন সফল হলে ঠিকানা যাচাইয়ের জন্য আপনার প্রদত্ত ঠিকানায় বিকাশ থেকে একটি ‘ওয়েলকাম লেটার’ প্রেরণ করা হবে। ওয়েলকাম লেটারে উল্লিখিত ভেরিফিকেশন কোড ব্যবহার করে ঠিকানা যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আপনার প্রদত্ত সব তথ্য যাচাই বাছাই শেষে আবেদনটি গ্রহণ করে বিকাশ পার্সোনাল একাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং আপনি একটি ‘অভিনন্দন’ বার্তা এসএমএস -এর মাধ্যমে পাবেন। এরপর *২৪৭# ডায়াল করে, একাউন্টের পিন সেট করে ব্যবহার শুরু করতে পারবেন।

শেষকথা

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার সম্পূর্ণ প্রক্রিয়ায় এই লেখায় ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছি। আশাকরি উপরের সকল ধাপসমূহ সম্পন্ন করে আপনারা আপনাদের bKash Personal Retail Account খুলতে সফল হয়েছেন। তারপরও যদি কোন সমস্যার সম্মুখিন হন তাহলে বিকাশ কাস্টমার কেয়ার নম্বরে ফোন করে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন।

Exit mobile version