কিভাবে এয়ারপোর্টে VAT Refund নেওয়া যায়

কামরুল হাসান নূর

Updated on:

VAT Refund Bangladesh

VAT Refund (কর ফেরত) লেখাটা বিদেশের এয়ারপোর্টে চোখে পড়ে। কিভাবে এই VAT Refund (কর ফেরত) পাওয়া যায় এবং বাংলাদেশেও VAT Refund (কর ফেরত) এর সুযোগ আছে কিনা, তা নিয়ে বিস্তারিত জানবো।

VAT Refund (কর ফেরত) কি?

অল্প সময়ের জন্য বিদেশ গেলে একজন বিদেশী পর্যটক মার্কেট থেকে যেসব জিনিস কেনেন, সেগুলোকে রপ্তানি বিবেচনা করে এর ওপর পরিশোধিত ভ্যাটের একটা অংশ ফেরার পথে পর্যটকের ফেরত দেওয়া হয়। তবে VAT Refund (কর ফেরত) পেতে হলে একজন বিদেশী পর্যটককে কয়েকটি শর্ত পূরণ করতে হয়। যেমন-

  • প্রকৃত যাত্রী ও স্বল্প সময় অবস্থান হতে হবে
  • ভ্যাট রিফান্ড প্রযোজ্য দোকান থেকে কিনতে হবে
  • ভ্যাট পরিশোধ ও বিলের রশিদ থাকতে হবে
  • ভ্যাট রিফান্ডের জন্য নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে
  • বোর্ডিং পাস দেখাতে হবে
  • সংশ্লিষ্ট বিক্রেতার কাছ থেকে প্রমানিক সীলকৃত কাগজ

এছাড়া VAT Refund (কর ফেরত) নিতে হলে বিভিন্ন দেশে সময় ও পণ্যের দামের পরিমাণও নির্ধারিত থাকে। আপনি যে দেশ থেকে VAT Refund (কর ফেরত) নিবেন সেই দেশে পণ্য কেনার কতদিনের ও কতটাকা পর্যন্ত VAT Refund (কর ফেরত) পাবেন তা আগে থেকে জেনে নেওয়া ভালো। কাস্টমস বিভাগ এ কর ফেরত দেয়। কর ফেরত নিতে হলে হাতে সময় নিয়ে এয়ারপোর্টে যেতে হবে।

এখন প্রশ্ন হলো বাংলাদেশে একইভাবে VAT Refund (কর ফেরত) পাওয়া যায় কি-না!

উন্নত বিশ্বের মতো বাংলাদেশের ভ্যাট আইনেও VAT Refund (কর ফেরত) বিধান রাখা হয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ৫৬ ও ৫৭ এ বিদেশী পর্যটকদের কর ফেরত সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এই বিধি অনুযায়ী কর ফেরত নেওয়া পদ্ধতি ও করফেরতযোগ্য পণ্য সম্পর্কে আলোচনা করা হলো-

যারা কর ফেরত দাবী করতে পারবেন [(বিধি ৫৬(৩)]

(ক) ১৮০ দিন বা তার কম সময় বাংলাদেশে অবস্থান করতে হবে

(খ) কোন বিমানের ক্রু সদস্য হতে পারবেনা

(গ) বাংলাদেশের কোন আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে বাংলাদেশ প্রস্থান (depart) করতে হবে

কর ফেরত দাবীর জন্য যেসকল শর্ত পূরণ করতে হবে [বিধি – ৫৬(৪)]

(ক) VAT Refund for Tourists চিহিৃত কোন দোকান হতে পণ্য ক্রয় করতে হবে

(খ)  ক্রয়কৃত পণ্যটি বাংলাদেশের বাহিরে ভোগের উদ্দেশ্যে হতে হবে

(গ) ক্রয়কৃত পণ্য প্রতিটি মূসক চালানে প্রদর্শিত মুল্য ৫০০০/- টাকা (মূসক ব্যতীত) উর্ধ্বে হতে হবে

(ঘ) পণ্য ক্রয়ের ০৩ (তিন) মাসের মধ্যে তিনি বাংলাদেশ প্রস্থান করতে হবে।

যেসকল পণ্যে বিদেশী পর্যটক কর ফেরত পাবেন না [বিধি-৫৬ (২)]

(ক)  রপ্তানি নিষিদ্ধ পণ্য ক্রয় করেন

(খ)  আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা সমজাতীয় অন্য কোন পণ্য ক্রয় করেন

(গ)  বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্যকোন পণ্য ক্রয় করেন

কর ফেরত নেওয়া প্রক্রিয়া [বিধি ৫৬ (৫) ও ৫৬ (৬)]

১. কর ফেরত নিতে হলে বিদেশী পর্যটককে VAT Refund for Tourists থেকে পণ্য কেনার সময় বিলের রশিদের সহিত মূসক ফেরত সনদ (VAT Refund Certificate) ও মূসক চালানপত্র সংগ্রহ করতে হবে।

২. আন্তর্জাতিক বিমান বন্দরের “VAT Refund” চিহ্নিত কাস্টমস ডেস্কে “মূসক ফেরত সনদ”ও সংশ্লিষ্ট মূসক চালানপত্রসহ ক্রীত পণ্যাদি সংশ্লিষ্ট শুল্ক কর্মকর্তার নিকট উপস্থাপন করবেন।

৩. বিদেশী পর্যটক কর্তৃক দাখিলকৃত “মূসক ফেরত সনদ” অনলাইনে যাচাই করে তাহার সত্যতা নিশ্চিত হলে ও পণ্যাদি যথাযথ পাওয়া গেলে সংশ্লিষ্ট শুল্ক কর্মকর্তা তাহার অনুকূলে ফেরত অনুমোদন করে তাকে ফেরতযোগ্য অর্থ পরিশোধ করবেন।

Leave a Comment