Site icon Chartered Journal

কিভাবে বিডা নিবন্ধন করতে হয়

Bangladesh Investment Development Authority

Bangladesh Investment Development Authority (Bengali: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ; BIDA) সরকারী প্রতিষ্ঠান যারা বেসরকারী পর্যায়ে বিনিয়োগকে উৎসাহীত করতে উদ্যোক্তাদের প্রণোদনা প্রদান করে থাকে। বাংলাদেশের সকল শিল্প প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (BIDA) নিবন্ধিত হওয়া প্রয়োজন। নির্ধারিত ফি এর বিনিময়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (BIDA) এর নিবন্ধন নিতে হয়। বিনিয়োগকৃত মূলধনের পরিমাণের উপর এই BIDA নিবন্ধন ফি নির্ধারিত হয়। অনলাইনে ক্রেডিট কার্ড/বিকাশ/সোনালী ব্যাংকের মাধ্যমে এই নিবন্ধন ফি পরিশোধ করা যায়।

বিডা নিবন্ধন ফি

বিডা নিবন্ধন প্রক্রিয়া

বিনিয়োগকারীকে One Stop Service (OSS) Portal এর মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধপূর্বক বিডা নিবন্ধনের আবেদন করতে হবে। বিডা নিবন্ধনের আবেদনের জন্য উদ্যোক্তাকে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।

স্থানীয় বিনিয়োগ প্রকল্পের জন্য জমাকৃত কাগজপত্রাদিসমূহ

বৈদেশিক বিনিয়োগ/যৌথ উদ্যোগ প্রকল্পের জন্য জমাকৃত কাগজপত্রাদিসমূহ

Exit mobile version