Site icon Chartered Journal

Guidelines on the Secondary Trading of Government Securities 2023

Guidelines on the Secondary Trading of Government Securities 2023

সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট সম্প্রসারণ এবং অধিকতর সক্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের Market Infrastructure (MI) Module এর পাশাপাশি দেশের স্টক এক্সচেঞ্জ (ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ) এর ট্রেডিং প্লাটফর্মের মাধ্যমে সরকারি সিকিউরিটিজের লেনদেন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ০৬ জুন ২০২৩ খ্রিস্টাব্দ তারিখের সার্কুলারে এই নির্দেশনা জারি করা হয়।

উল্লিখিত প্লাটফর্মসমূহে সরকারি সিকিউরিটিজের ক্রয়-বিক্রয়ের বিধি, নীতি, পদ্ধতি, সিকিউরিটিজ ও ফান্ড সেটেলমেন্ট প্রক্রিয়া, লেনদেনের পক্ষসমুহের দায়িত্ব-কর্তব্য এবং লেনদেন সংশ্লিষ্ট যে কোনো বিবাদ (dispute) নিষ্পত্তি প্রক্রিয়ার বিষয়ে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের/পক্ষসমূহের জন্য অনুসৃতব্য নির্দেশনাবলী সম্বলিত “Guidelines on the Secondary Trading of Government Securities, 2023” প্রণয়ন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের Guidelines on the Secondary Trading of Government Securities, 2023 সার্কুলারটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

Exit mobile version