Site icon Chartered Journal

সরকারি কর্মচারীদের আয়কর নির্ণয় পদ্ধতি

Government Salary Income Tax

সরকারী বেতন আদেশভুক্ত কর্মচারীদের বেতনের করযোগ্য আয় নির্ণয়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এস আর ও জারি করেন। এস.আর.ও নং ২২৫-আইন/আয়কর-৭/২০২৩ এর মাধ্যমে সরকারী বেতন আদেশভুক্ত কর্মচারীদের বেতনের কোন কোন খাত করযোগ্য আয় হিসাবে গণ্য হবে এবং কারা সরকারী বেতন আদেশভুক্ত কর্মচারী হিসাবে বিবেচিত হবে, সেই বিষয়ে পূর্ণাঙ্গ নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারী বেতন আদেশভুক্ত কর্মচারীদের বেতনের করযোগ্য আয়

সরকারি কর্মচারীদের সরকার কর্তৃক প্রদত্ত সকল ভাতায় করমুক্ত। শুধুমাত্র বেতনের নিম্নোক্ত ৩টি খাত করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে:

১. মূল বেতন
২. উৎসব ভাতা
৩. বোনাস (যে নামেই অভিহিত হোক না কেন)

অবসরকালে প্রদত্ত ল্যাম্প গ্রান্টসহ সরকারি বেতন আদেশে উল্লেখিত অন্যান্য ভাতা ও সুবিধাদি যেমন, বাড়ীভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, বাংলা নববর্ষ ভাতা ইত্যাদি করমুক্ত থাকবে।

কারা সরকারী বেতন আদেশভুক্ত কর্মচারী হিসাবে গণ্য হবে?

(ক) অর্থ মন্ত্রণালয় বিভাগ কর্তৃক জারিকৃত –

অ) চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫ এর অনুচ্ছেদ ১ এর উপ অনুচ্ছেদ (৪) অনুযায়ী যে সকল কর্মচারীর জন্য উক্ত আদেশ প্রযোজ্য

আ) চাকরি [স্ব-শাসিত (Public Bodies) এবং রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানসমূহ (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ১ এর উপ-অনুচ্ছেদ (8) অনুযায়ী যে সকল কর্মচারীর জন্য উক্ত আদেশ প্রযোজ্য;

ই) চাকরি (ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান) (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ১ এর উপ-অনুচ্ছেদ (8) অনুযায়ী যে সকল কর্মচারীর জন্য উক্ত আদেশ প্রযোজ্য;

ঈ) চাকরি (বাংলাদেশ পুলিশ) (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ১ এর উপ-অনুষ্ছেদ €8) অনুষায়ী যে সকল কর্মচারীর জন্য উক্ত আদেশ প্রযোজ্য;

ঙ) চাকরি (বর্ডার গার্ড বাংলাদেশ) (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ১ এর উপ-অনুচ্ছেদ (8) অনুযায়ী যে সকল কর্মচারীর জন্য উক্ত আদেশ প্রযোজ্য;

চ) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ এর অনুচ্ছেদ ১ এর উপ-অনুচ্ছেদ (8) অনুযায়ী যে সকল কর্মচারীর জন্য উক্ত আদেশ প্রযোজ্য।

(খ) জাতীয় বেতনন্ধেল, ২০১৫ এর আলোকে প্রতিরক্ষা সন্তরালয় কর্তৃক জারীকৃত যৌথ বাহিনী নির্দেশাবলী (Joint Services Instructions) নম্বর ০১/২০১৬ এর অনুচ্ছেদ ২ অনুযায়ী যে সকল ব্যক্তিবর্গের জন্য উক্ত নির্দেশাবলী প্রযোজ্য;

(গ) যিনি কোনো আইন, বিধি বা প্রবিধানের অধীন কোনো পদে নিয়োজিত থাকাকালীন সরাসরি সরকারি কোষাগার হতে বেতন ৰা আর্থিক সুবিধা, যে নামেই অভিহিত হউক না কেন, প্রাপ্ত হন।

এস.আর.ও নং ২২৫-আইন/আয়কর-৭/২০২৩ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

Exit mobile version