বিদেশী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসাব (FC account) খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। গত ২১ জুন, ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
উক্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন বিদেশি বিনিয়োগকারীদের দ্বারা প্রস্তাবিত কোম্পানি/এন্টারপ্রাইজের নামে অস্থায়ী বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট খুলতে পারে। মুদ্রাটি শুধু মূলধন ব্যয়ের জন্য বহির্মুখী অর্থ প্রদানের জন্য ব্যবহার করতে পারবে। এফসি অ্যাকাউন্টের মেয়াদ হবে খোলার তারিখ থেকে এক বছর।
এ বিষয়ে বিদেশি মুদ্রা লেনদেনকারী এডি (অথোরাইজড ডিলার) ব্যাংক শাখাকে নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোম্পানি গঠন ও নিবন্ধনের পর অস্থায়ী হিসাব থেকে স্থায়ী এফসি হিসাবে অর্থ স্থানান্তর করতে হবে।
এতদিন বাংলাদেশে নিবন্ধিত রপ্তানি নির্ভর নয় এমন বিদেশি কোম্পানি তাদের বিদেশি কর্মীদের বৈদেশিক মুদ্রার হিসাব খোলার সুযোগ ছিল না। এ কারণে তারা স্থানীয় মুদ্রায় বেতন-ভাতা তুলে পরে তা দিয়ে বৈদেশিক মুদ্রা কিনে তাদের নিজ দেশে পাঠাত। এতে ঝুঁকি ও অতিরিক্ত ব্যয়ের কারণে অনেকেই অবৈধ পথ হুন্ডিতে আগ্রহী হচ্ছিলেন। এ কথা বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক তাদের বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছে। এতে করে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আরও উৎসাহিত হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সিদ্ধান্ত বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করবে। আর চাপে থাকা রিজার্ভ বাড়ানো ও ডলার সংকট কাটিয়ে উঠতে কোম্পানি গঠন বা বিনিয়োগ অনুমোদনের আগেই এমন বিদেশি মুদ্রায় অস্থায়ী হিসাব পরিচালনা করার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন