Site icon Chartered Journal

বেসরকারী নিয়োগকর্তার কর্মরত বেতনভোগী কর্মীদের রিটার্ন দাখিল

Return Filling by Private Employers

কত তারিখের ভিতর রিটার্ন দাখিল করতে হবে?

প্রত্যেক বেসরকারীর প্রতিষ্ঠানের নিয়োগকর্তার ব্যবসা বা পেশায় কর্মরত বেতনভোগী কর্মীদের নাম, পদবী এবং কর পরিশোধকারী সনাক্তকরণ নম্বর, আয়ের রিটার্ন দাখিলের তারিখ এবং আয়ের রিটার্ন দাখিলের উপর আয়কর কতৃপক্ষ কর্তৃক ক্রমিক নম্বর সহ রিটার্ন প্রত্যেক বছরের এপ্রিল মাসের ৩০তম দিনের ভিতর দাখিল করতে হবে।

সাধারণভাবে ১০৮ এর অধীনে দাখিলকৃত বিবরণীতে যেসকল কর্মীর তথ্য অন্তর্ভুক্ত করার কথা সেসকল কর্মীর তথ্য ধারা ১০৮এ এর অধীনে দাখিলকৃত বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে।

কিভাবে রিটার্ন জমা দিবে?

আয়কর বিধিমালা এর ২৩এ উল্লেখিত ফরমে সংশ্লিষ্ট ফরমে তথ্য প্রদান করে জমা দিতে হবে।

জমা না দিলে কি জরিমানা?

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১২৪ ধারা অনুযায়ী জরিমানা দিতে হবে এবং ধারা ৩০এএএএ অনুযায়ী করদাতার বেতনখাতের দাবিকৃত খরচ অনুনোমোদিত হয়ে যাবে।

Exit mobile version