Site icon Chartered Journal

DVS Verification কী?

DVS Verification ICAB

DVS (Document Verification System) হলো ICAB কর্তৃক প্রণীত একটি সফটওয়্যার যার মাধ্যমে কোম্পানির আর্থিক বিবৃতি (Financial Statements) একজন নিবন্ধিত অডিটর কর্তৃক অডিট করা হয়েছে কিনা তা যাচাই করা যায়। DVS-এর মাধ্যমে অডিট বাধ্যতামূলক করা হয়েছে ০১ ডিসেম্বর ২০২০ থেকে।

DVS-এর উদ্দেশ্য হলো কোম্পানির আর্থিক বিবৃতির সঠিকতা নিশ্চিত করা এবং আর্থিক প্রতিবেদন প্রণয়নে স্বচ্ছতা বৃদ্ধি করা। DVS-এর মাধ্যমে কোম্পানিগুলো তাদের আর্থিক বিবৃতি একজন নিবন্ধিত অডিটর কর্তৃক অডিট করাতে বাধ্য হয়। এর ফলে আর্থিক বিবৃতিতে ত্রুটি এবং অনিয়মের সম্ভাবনা কমে যায়।

DVS-এর কিছু সুবিধা হলো:

তবে DVS-এর কিছু অসুবিধাও রয়েছে। যেমন:

DVS-এর প্রভাবে কোম্পানিগুলো তাদের আর্থিক বিবৃতি তৈরিতে সতর্ক হচ্ছে। আর্থিক বিবৃতিতে ত্রুটি এবং অনিয়ম কমে আসছে।

Exit mobile version