সাধারণত মজুদ বলতে পণ্য বা পণ্যদ্রব্য একটি ব্যবসা বা গুদামের প্রাঙ্গনে রাখা এবং বিক্রয় বা বিতরণের জন্য সাজিয়ে রাখাকে বোঝায়। কিন্তু বাংলাদেশের আয়কর আইনে মজুদ বলতে কি বোঝায় আমাদের জানা দরকার। আয়কর আইনের ধারা ২(৭৩) এ মজুদ এর সংজ্ঞা দেওয়া হয়েছে।
আয়কর আইনে মজুদ এর সংজ্ঞা
“মজুদ” অর্থ ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রমের আওতায়-
(ক) উৎপাদিত বা তৈরিকৃত যেকোনো কিছু
(খ) তৈরি, বিক্রয় বা বিনিময়ের উদ্দেশ্যে আহরিত বা ক্রয়কৃত যেকোনো কিছু
(গ) উৎপাদন বা তৈরি প্রক্রিয়ায় ব্যবহৃত হইয়াছে এইরূপ সকল উপাদান বা সরবরাহ
তবে শেয়ার ৰা স্টক ইহার অন্তর্ভুক্ত হবে না।