নগদ রিজার্ভ সংরক্ষণ (সিআরআর) এর হার পুনঃনির্ধারণ

কামরুল হাসান নূর

Updated on:

cash reserve

বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত ডিএফআইএম সার্কুলার নম্বর: ০৩ এ নভেল করোনা ভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আর্থিক প্রতিষ্ঠানসমূহের নগদ রিজার্ভ সংরক্ষণ (সিআরআর) এর হার পুনঃনির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠানসমূহের নগদ রিজার্ভ সংরক্ষণ (সিআরআর) এর বিষয়ে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে,

ক) মেয়াদী আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানসমূহ দ্বিসাপ্তাহিক ভিত্তিতে গড়ে দৈনিক ১.৫% হারে সিআরআর সংরক্ষণ করতে পারবে এ শর্তে যে কোন দিনই এই সংরক্ষণের পরিমাণ ১.০০% এর কম হবে না;

খ) মেয়াদী আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানসমূহের এসএলআর সংরক্ষণের পূর্ববর্তী হার ৫% এবং আমানত গ্রহণ করে না এমন আর্থিক প্রতিষ্ঠানের এসএলআর সংরক্ষণের পূর্ববর্তী হার ২.৫% এ অপরিবর্তিত থাকবে; এবং

গ) সিআরআর এর উক্ত পরিবর্তিত হার ১ জুন ২০২০ তারিখ হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

ডিএফআইএম সার্কুলার নম্বর: ০৩ সার্কুলারটি পেতে নিচের ডাউনলোড লিংকে ক্লিক করুন

Leave a Comment