Site icon Chartered Journal

কোম্পানি করহার ২০২৩-২০২৪ – Corporate Tax Rate 2023-2024

Corporate Tax Rate 2023-2024

কোম্পানি করহার (Corporate Tax Rate) গত অর্থবছরের করহারই অপরিবর্তিত রাখা হয়েছে। পাবলিক কোম্পানি, প্রাইভেট কো্ম্পানি, একমালিকানা কোম্পানি, ব্যক্তি সংঘ এবং আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তি ও অন্যান্য করারোপযোগ্য সত্তার জন্য দুই ধরনের করহার আরোপ করা হয়েছে। এসকল প্রতিষ্ঠানকে হ্রাসকৃত করহার সুবিধার জন্য কয়েকটি শর্ত প্রদান করা হয়েছে। যদি উল্লেখিত কোন প্রতিষ্ঠান উক্ত শর্ত পরিপালন করতে পারে তবে হ্রাসকৃত কোম্পানি করহার সুবিধা প্রাপ্ত হবে। নতুবা তাদেরকে অতিরিক্ত কর প্রদান করতে হবে।

কোম্পানি করহার ২০২৩-২০২৪ – Corporate Tax Rate 2023-2024

DescriptionRates*applicable tax rate if fails
to meet the condition
Publicly traded company (more than 10% through IPO)20%22.5%
Publicly traded company (10% or less than 10% through IPO)22.5%25%
Non-publicly traded company27.5%30%
One Person Company (OPC)22.5%25%
Publicly traded bank, insurance and financial institution (except merchant bank)37.5%Condition not applicable
Non-publicly traded bank, insurance and financial institution40%Condition not applicable
Merchant bank37.5%Condition not applicable
Company producing all sorts of tobacco items including cigarette, bidi, chewing tobacco and gul45% + 2.5%
(surcharge)
Condition not applicable
Publicly traded mobile operator company40%Condition not applicable
Non-publicly traded mobile operator company45%Condition not applicable
Association of persons27.5%30%
Artificial juridical person and other taxable entity27.5%30%
Private university, private medical college, private dental college, private engineering college or private college solely dedicated to imparting education on ICT15%Condition not applicable

শর্ত: সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনে ৫ (পাঁচ) লক্ষ টাকার অধিক ও বার্ষিক সর্বমোট ৩৬ (ছত্রিশ) লক্ষ টাকার উর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

Exit mobile version