Site icon Chartered Journal

নভেল করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে CMSME খাতের জন্য বিশেষ ঋণ/বিনিয়োগ সুবিধা

CMSME Special Credit Facility by Bangladesh Bank

নভেল করোনা ভাইরাস (COVID-19) এর প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় দেশের অর্থনৈতিক কর্মকান্ড পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (CMSME) সক্ষমতা অক্ষুন্ন রাখা এবং শিল্প কারখানায় নিয়োজিত জনবলকে কাজে বহাল রাখার প্রয়োজনে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে চলতি মূলধন ঋণ/বিনিয়োগ সুবিধা প্রবর্তনের জন্য বিগত এপ্রিল ০৫, ২০২০ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ২০(বিশ) হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন। এই প্যাকেজের আওতায় বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ তাদের নিজস্ব তহবিল থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্তদের সিএমএসএমই (CMSME) খাতে ব্যাংকার- গ্রাহক সম্পর্কের ভিত্তিতে চলতি মূলধন (Working Capital) বাবদ ঋণ/বিনিয়োগ সুবিধা দিবে।

চলতি মূলধন হিসেবে প্রদত্ত ঋণ/বিনিয়োগ সুবিধার বিপরীতে ক্ষতিগ্রস্ত শিল্প উদ্যোগের উপর সুদ/মুনাফার বোঝা লাঘবের পাশাপাশি ঋণ/বিনিয়োগের ঝুঁকিবহনকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যেই এ বিশেষ প্রনোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। গ্রাহক পর্যায়ে সহনীয় সুদ/মুনাফার হার কার্যকর করার লক্ষ্যে বর্তমানে চলমান সুদ/মুনাফার হার ৯.০০ শতাংশ এর বিপরীতে সরকার ৫.০০ শতাংশ সুদ ভর্তুকী হিসেবে প্রদান করবে।

যারা ঋণ/বিনিয়োগ সুবিধা প্রাপ্য হবেন

শুধুমাত্র করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ (CMSME) এ সুবিধার আওতাভুক্ত হবে। ঋণ/বিনিয়োগ সুবিধা প্রদানকারী ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান কতৃক গ্রাহক পর্যায়ে নিম্নবর্ণিত বিষয়াবলী যাচাই করে ঋণ/বিনিয়োগ করতে হবেঃ

CMSME খাতের জন্য বিশেষ ঋণ/বিনিয়োগ সুবিধা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ সার্কুলারটি দেখতে নিচের ডাউনলোড লিংকে ক্লিক করুন

Exit mobile version